পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৮৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রৈবতক কাব্য । মহা যাত্রা শুস্ত হ’তে শূন্তেতে প্রস্থান ! সত্য, পার্থ, জগতের প্রতিকৃতি এই । অনন্তে অস্তের ক্রীড়া চির সম্মিলন । এই ক্রীড়া স্মৃষ্টি, স্থিতি, প্রলয় কারণ। স্থাবর জঙ্গম সব এ ক্রীড়া প্রস্থত ; স্থাবর জঙ্গম সব এই ক্রাড়া দ্বত ; স্থাবর জঙ্গম সব এ ক্রীড়ায় হত । অহে কি রহস্ত । ক্ষুদ্র-ক্ষুদ্ৰাদপি ক্ষুদ্র পতঙ্গ কুইতে সৌর জগত মহান, এই মহা সিন্ধু, ওই মহা মেঘমালা, সকলি এ ক্রীড় রত । সকলই এই অনন্ত অচিন্ত মহাশক্তি সঞ্চালিত । প্রকৃতি ত্রিগুণাত্মিকা-সত্ত্ব রজ: তম: | কিন্তু সিন্ধুনীরে ওই বীচিমলা মত, এ শক্তিতে গুণত্রয় হয় পরিণত । এই শক্তি সৰ্ব্বব্যাপী, সৰ্ব্বশক্তিমান ; প্রকৃতি এ শক্তি ; এই শক্তি ভগবান । মহাদৃশু ! মহাধ্যান ! নীরবে উভয় রহিলা সে ধ্যানমগ্ন। চিন্তার প্রবাহ । আনস্তের মহাগর্ভে প্রবেশে যখন, ভাষা তার—নীরবতা । শরতের মেঘ অনন্ত আকাশগর্ভে মিশায় যখন, ভাষা তার—নীরবতা । নীরবঙ ভাষা পতঙ্গ সাগরগর্ভে পতিত যখন ! . উভয় নীরব । স্থির নীরব প্রকৃতি । কেবল প্রভাতকাশে স্তরে স্তরে স্তরে ●●。