পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৮৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের এস্থাবলী । امویان “আজি এ ভারতবর্ষ হইত শ্মশান । “উঠতেছে বেলা । আছে পথ নিরখিয়া“রৈবতকে পরিজন তব প্রতীক্ষণয় ” দ্বিতীয় সর্গ। ব্যাপাভ্ৰম । কৃষ্ণ । পবিত্র আশ্ৰম । দেখ পবিত্র শেখর রৈবতক স্থির ভাবে, স্বনীল আকাশ পটে, স্থাপিয়া শু্যামল বপুং— শাস্ত প্রীতিকরসমাধিস্থ প্রকৃতির মহা ধোগিবর ! ৰেষ্টিয়া আশ্রমপ্রস্তি অৰ্দ্ধ-চন্দ্র কিয়ে ছুটিয়াছে শৈলশ্রেণী উত্তরে দক্ষিণে নানা অবয়বে। কভু উচ্চ, কন্তু নাচ, , কন্তু বা তরঙ্গায়িত আকাশের পটে । কোথাও প্রাচীর মত ছুরারোহ শৈল অঙ্গ, আবার কোথাও অঙ্গ পড়েছে ঢলিয়া সমতল শস্তক্ষেত্রে তরঙ্গ খেলিয়া । অৰ্জুন। এই তীর্থ পৰ্য্যটনে করেছি দৰ্শন বহু তপোবন, কিন্তু এমন জুহ্মর, এষন মহিমাময় পবিত্র স্বাগবশোভা,