পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৮৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৭২ নবীনচন্দ্রের এস্থাবলী । থেকে থেকে নানাবিধ মীন আস্ফালন, সরসী আননাপূর্ণ করিছে কেমন । জগজ কুহুম তুলি, দেখ পরস্পরে সাজাইছে কি কৌশলে ; সাজিছে কেহ বা ;. কেহ বা গাইছে শুন কি মধুর স্বরে । চারি তীরে মনোহর দেখ পুষ্পবন, পুষ্পবনে পৃষ্পময়ী ঋষিকস্তাগণ— · ততোধিক মনোহর ই স্কলে আবৃত, শোভিছে পল্লবে ঢাকা কুমুমিতা লতা । কেহ তুলিতেছে ফুল ; গাথিছে কেহ ব: চারু ফুলহরি ; কেহ আপনার মঠ নিরাশ্রয়। বল্লরীরে দিতেছে আশ্রয় । কেহ পুষ্পবৃক্ষমূলে যোগাইছে জল মৃন্ময় কলসী কক্ষে ; কেহ বা কেমন • সরল নয়নে দেখ রয়েছে চাহিয়া, আমাদের মুখ পানে, কি দৃষ্টি শীতল — পূর্ণিমা গগন যেন চেয়ে ধরাতল । আশ্রমের অঙ্কে অঙ্কে পল্লবকুটীর ' দেখ ঋষিদের, চারু অবয়বে কত শোভিতেছে লতাবৃত বন গুল্ম মত । কুটারসম্মুখে ক্ষুদ্র মার্জিত প্রাঙ্গণ, বেষ্টিত স্বন্দর ক্ষুদ্র গুহ্মের প্রাচীরে, পুষ্পিত কুম্বমে নান,-খেত, রক্ত, নীল,— শোভিতেছে কি স্বন্দর কারুকাৰ্য্য মত, প্রশস্ত কামনে নবদুর্ঘ মিণ্ডিত । প্রাঙ্গণের কোর্শে কোণে ঋষিপত্নীগণ,