পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৮৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

위영\s নবীনচন্দ্রের গ্রন্থাবলী । বসিলেন শিলাখণ্ডে কিয়ীটী কেশৰ । আশে পাশে শিশুগণ ব{সয়া আহিলাদে কতই সরল কথা—শিশুহৃদয়ের শিশুভাব, শিশুভাষা—বলিতে লাগিল । চুপে চুপে কাণে কাণে কহ বা কাহারে কহিছে কি কথা ! কোন শিশু বাখানিছে কেশবের পীতাম্বর ; কে হু বা কুন্তল ; কেহ কণ্ঠহার ; কেহ দেখে ভীত মন ফাঙ্কনীর গুণন্দ্রষ্ট মহাশরাসন । , কিছু দিন পূৰ্ব্বে ভদ্র এ’লে তপোবনে, কোন শিশু তার কাছে কেমন আদর পেয়েছিল, জনে জলে কহিতে সুন্দর বাজিল তুমুল রণ। একটি বালিকা বাম করে গুঁড়াইয়া কণ্ঠ অর্জুনের, অন্ততর ক্ষুদ্র করে ধরিয়া চিবুক, কহিল আহলাদে-“দেখ, স্বভাদ্রা জননী কেমন মুনীর বস্ত্র, কুণ্ডল, বলয়, দিয়াছেন-অামার যে নাহি মাতা পিতা ।” নিরাশ্রয় বালিকার ক্ষুদ্র মুখখানি, সকরুণ ভাষা, তার দৃষ্টি সকরুণ,— ভরিল পার্থের বুক, ভিজিল নয়ন । ফিরায়ে বদন কৃষ্ণে জিজ্ঞাসিলা ধীরে— “কে সুভদ্রা, বাস্থদেক" সজল নয়নে উত্তরল যশ্রেষ্ঠ--“আমার ভগিনী, সারণের সহোদর, প্রাধের অধিক । আমি ভাল বাসি ভরে । ক্ষেত্বে ভরা মুখ t