পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৮৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যাস । নবীনচন্দ্রের গ্রন্থাবলী। । পোড়াইবে একে একে অশার কুসুম দুঃখিনীর । পোড়াইবে পতঙ্গের মত তারে । নহে অসম্ভব হইবে অর্জুন সেই অনাথিনীহস্তা— ' উঠিল শহর অৰ্জ্জুনের কলেবর । হৃদয়ে তাহার কে যেন তুষারধারা দিলেক ঢালিয়া । মহর্ষির মুখ পানে স্থির নয়নে বুহিলেন নিরথিয় । y 蠟 না, ন, ধনঞ্জয় ! এই উদাসীন ব্রত করি উদযাপন যাও ফিরে ইন্দ্রপ্রস্থে ; করগে পালন ক্ষত্রিয়ের মহাধৰ্ম্ম-রাজত্ব শাসন । এই বীর কান্তি তত্ব করে তিরস্কার রক্তবাসে ; তিরস্কার করে কম গুলু কৰ্ম্ম ক-অঙ্কিত তব বাহু স্বৰিশাল। আপন কৰ্ত্তব্য পথ রয়েছে তোমার সম্মুখেতে প্রসারিত, ত্যজিয়া তাছায় অদৃষ্ট তিমিরগর্ভে করে না প্রবেশ । 魏 কৃষ্ণ । “অদৃষ্ট তিমিরগর্ভে করে না প্রবেশ — মহর্ষি ! অদৃষ্টবাদ মানিব কি তবে ? মানব-অদৃষ্ট-লিপি কপাল-লিখন— সত্য, সঙ্গত, কি তবে ? পাপ পুণ্য সব মিথ্যা কথা ? এত আশা এতই উদ্যোগ এত ধ্যান, এত জ্ঞান নিফল সকল,— যা আছে গ্লালে তাহ ঘটৰে নিশ্চয়