পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৮৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রৈবতক কাব্য । ዓ; সিংহাসনে, সেই হেতু পিতৃদেব মম হইয়া যৌবনে যোগী পশিলেন বনে, রাজরাণী পত্নীদ্বয় হইল যোগিনী । হতভাগ্য পঞ্চ ভাই জন্মিলাম বনে । বনে বনে কটাইতু সুপের শৈশব কত কষ্টে, কত কষ্টে পালিলেন পিতা । রাজপুত্র মোকুt.- হয় ? ছিল আমাদের ক্রীড়াভূমি বনস্থলী ; বন্যপশুচয় ক্রীড়াসহচর ; শয়া। বনদূৰ্ব্বাদল ; রসন বল্কল। বহু কণ্টকেতে ক্ষত হলে কলেবর ; কহু অনাহারে শুষ্ক হইলে বদন ; ক্ষুদ্র ষোণী মুখ চাহি কাদিত জননী তঃখে ; কিন্তু জনকের সতত প্রসন্ন সেই প্রশাস্ত বদনে একটি কষ্টের রেখা দেখি নাই কভু । সেই সুপ্রসন্ন মুখে সম্বরিলা লীল। পিতৃদেব ; বনস্থলী কাদিল বিষাদে । হেন ভ্রাতৃভক্তি, হেন সৰ্ব্ব-সহিষ্ণুতা, নি:স্বর্থতা, অকাতরে আত্ম-বিসর্জন,– এমন পৃষ্ঠাস্ত প্ৰভু আছে কি জগতে ? স্বৰ্গীয়া বিমাতা সাধবী আরোহিলা চিত অকাতরে ; পঞ্চ ভাই কত কঁাদিলাম বেষ্টিয়া তাহারে । সেই করুণ মুগতী, সেই স্নেহের গগন শাস্ত স্বশীভল, , , সে চুম্বন, আলিঙ্গন সেই স্নেহ-ভাষা, পড়ে যবে মনে, প্রভূ ।-হলো কণ্ঠ-রোধ ;