পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৮৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী । সত্য, বাসুদেব, বড় শোচনীয় দশা আজি ভারতের । স্রষ্টার বিপুল স্বষ্টি, জানিও নিশ্চয় স্বেচ্ছাচারে নহে, বৎস, চালিত রক্ষিত । কিবা জন, কিবা জাতি, উভয় সমান দুর্লঙ্গ্য্যনিয়মাধীন। ক্ষুদ্র শিলাখণ্ড ষষ্ঠ বলে নিক্ষেপিবে শিলা অন্ততরে, তত বলে প্রতিক্ষেপ হইবে নিশ্চয় । যেইরূপে আর্য্যজাতি আঘাতিয়া বলে করিয়াছে স্থানভ্রষ্ট অনাৰ্য্য হর্বলে, সেই বলে প্রতিঘাত পাইবে নিশ্চয় এক দিন । বিশ্বরাজ্য, দেখ বাস্থদেব, রাজত্বের মহাদশ । নহে পশুবল ভিত্তি কিংবা হে কংসারি, নিয়ম ইহার । বিশ্বরাজ্য প্রতি রাজ্য, রাজত্ব দয়ার । বিশ্বরাজ্য গুণয় রাজ্য, রাজত্ব নীতির । ক্ষুদ্র বন-পুষ্প হ’তে অনন্ত গগন— সৰ্ব্বত্র অনন্ত জ্ঞান, অনন্ত কৌশল, সৰ্ব্বত্র অনন্তু প্রীতি । হেন মহারাজ্য ষত দিন মৃত্নশ্রেষ্ঠ না হবে স্থাপন, তত দিন আৰ্য্য-রাজ্য, জানিও নিশ্চয়, জীষণ কালের স্রোতে বালির স্বজন । -মহারাজ্য”-ধীরে ধীরে দেবকীনন্দন চাৰি সিন্ধু পানে বলিতে লাগিলা— “হে মাতা ভালুপ্তভূমি ! হজিল বিধাতা মহারাজ্য উপযোগী করিয়া তোমায় ।