পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৮৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

• • مہاH নবীনচন্দ্রের গ্রন্থাবলী । উন্মত্তের মত কক্ষে লাগিল ঘূঠিতে ;– মুষ্ঠিবদ্ধ করদ্ধয় বারেক পশ্চাতে, বাবুেক নিরত দীর্ঘ-শ্বশ্ৰু-উৎপাটনে । অঙ্গভঙ্গী, মুখভঙ্গী, করসঞ্চালন, ভীষণ ভ্ৰকুটী, কদু দস্ত কড়মড়ি অনাগত জনোদেশে,—দেখিত সে যদি নিশ্চয় ভাবিত মনে প্রেতষোনি কহ মন্ত্রবলে আছে বল্প এই কারাগারে । ভ্রষ্টাহাবু বিষধর চয় বদ্ধ যদি গৃহস্থের গৃহে, যথা করে ছুটাছুটি গরজি নিষ্ফল ক্রোধে, তেমতি চুব্বাস ভ্ৰমিতে ভ্ৰমিতে কক্ষে গৱজিয়া ক্রোধে বলিতে লাগিলা—“সত্য, পাপী নপ্লাধম ! আমি দুৰ্ব্বাসার সঙ্গে এই প্রতাপুণ । পার্থ কৃষ্ণ গণনায় নাহি আসে যার, তার সঙ্গে প্রবঞ্চন ? ধরিস্ রে ভুই এক দেহে ক’টি প্রাণ ? পঞ্চ প্রাণ তোর হয় যদি পঞ্চশত, পঞ্চদশ শত, নাহিক নিস্তার তোর দুৰ্ব্বাসার ক্রোধে ! যেই বজানলে দগ্ধ হয় গিরিচুড়া তার কাছে তুই তৃণ | বিধৰ্ম্ম তস্কর ' ক্ষত্রিয়ের ক্রোধে এবে বস্ত জন্তু মত ভ্ৰমিস কাননে ভয়ে, স্থৰ্বাসার ক্রোধে, পৃথিবীর গর্ভে যদি করিস প্রবেশ,-- নাগের উচিত বাস,—জনিস তথাপি নাহি পরিত্রাণকছু নাগ নাম কেন,