পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R নবীনচন্দ্রের এস্থাবলী ।هو প্ৰলয় ঝড়ের শেষে, যদি অনায়াসে ' ভূতলে নলিনী ফুটে, চন্দ্রমা আকাশে ; আজন্ম জলিয়া যদি জলন্ত অনলে, ” এমন সরসী আহা ! মিলে ভাগ্যবলে ;– সহিব তুমুল ঝড় বঙ্গ পারাবারে ; সুমপিব এই দেহ জলন্ত অঙ্গারে । ডবিব, ডুবিয়া যদি তল সলিলে, ভূতলে অতু যাহা সে রতন মিলে । ধনি ! তুমি, মুখে থাক লয়ে এ রতন, , রতন সমান তারে করিও যতন । " আশার স্বপনে ভুলি বলে না কাঁন, 尊 দুঃখের আবহ শুধু মানব-জীবন। উদ্ধাহ-বন্ধন-সুশ্ম-সুত্র বিধাতার, . হউক তোমার পক্ষে কুসুমের হার ! এ বন্ধনে সুথে বাধা রবে চির দিন, যুগল হৃদুয় রেথো ঈশ্বর-অধীন ।

প্রতিমা বিসর্জন । যখন নিরগি তব কোমল অধর, বিমোহিত মন-অলি কঁপে থর থর কিন্তু তারে প্রবেধিয়ে করি নিবারণ, কি কাজ সে সুখে, যাহা দুঃপের কারণ ? ঠুগল কমল-কলি, প্রণয়-কিরণে, ফুটাইতে কর-বৃস্তে সাধ হয় মনে, কিন্তু পুন ভাবি যদি হৃদয়ে তোমার,