পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৯০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রৈবতক কাব্য। মহিষীর মুখ . হইল গম্ভীর, চলিলা আপন ঘরে । “ছবি,-ছবিখানি,— দিয়ে যাও দিদি”— স্বভদ্র বলিলা ডাকি । ফণিনীর মত মুখ ফিরাইয়া,— -উদ্রা হেন ছবি আঁকি, চাহিস্ আবার নিতে ফিরাইয়া,”— বলিলা মহিী রোধে, *দেখাব ভ্রাতারে ভগিনীর গুণ, গেল কুল তোর দোষে ” বলে,স্থলোচনা,— “সাধু পুরস্কার নাহি এই ভূমণ্ডলে ” চলিল গাইয়া, আপনার মালা পরিয়া আপন গলে । গীত। ফুলের প্রণয় ভাবা মরি কি মধুর রে । :ே অ ধারে অধীরে থাকি, পাতায় পাতায় ঢাকি, আপনার মনে ফুটি ম'রে থাকে সরমে ; হৃদয়ে সৌরভ আছে, পাবে যদি যাও কাছে, ছুইলে ঝরিবে উহু ! বাজে তার মরমে, কিবা নব অমুরাগ কামিনী কুসুমে রে । $