পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৯২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

مه ) مما নবীনচন্দ্রের গ্রন্থাবলী । সেই রেখা অমুসারি দিবু ভাগাইয়া । ঝটিক। তাড়িত ধেই অরণ্য অর্ণব, বিশাল ভূধরমালা হইয়াছি পার, দেখিয়া হৃদয়ে, পার্থ, পাইব শকতি দেখিয়াছি মেঘভাঙ্গা জোৎস্নার মত যেই সুখ-স্নেহ-মুখ—নিৰ্ম্মল, শীতল,— করিবেক ভবিষ্যৎ অশায় পূরিত। এস তবে, ধনঞ্জয়, রাগিব লিখিয়৷ প্রশস্ত হৃদয়ে তত্ব, বীরভূড়ামণি, আজি মম জীবনের ক্ষুদ্র ইতিহাস,— শত্রুর অযথা নিনা, মূখ তা মিত্রেপু, সত্যের বিমলালোকে হইবে বিনাশ ।

  • স্থান বৃন্দাবন ; তু যমুনার তীর, সস্তাপ-হারিণী শস্ত বরিষার শেষ — খুলিগ জীবন কাব্য। প্রথমাঙ্কে তার অভিনেতা,-পিতা নন্দ জননী যশোদা, সহচর দুই ভাই কৃষ্ণ বলরাম । শুনেছি শৈশবে, ছড়ি গোকুল নগর নানা অমঙ্গল ভয়ে ভীত গোপগণ প্রবেশিল বৃন্দাবনে নবীন কানন ;অস্পৃষ্ট নবীন কৃণপল্লবে গুমিল, অশ্রাপ্ত যমুনানিলে সতত শীতল । গোবৰ্দ্ধনপদমূলে, যমুনার কুলে, তরুলতা-সুশোভিত সেই বৃন্দাবনে, শৈশবের উষা-অস্তে, হুইল আমার প্রকৃতি-প্রজ্ঞাত সনে জীবন প্রভাত ।