পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৯৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রৈবতক কাব্য । bogo বহু দুর। অকস্মাৎ ছাইল গগন নিবিড় জলদজাল, হইল পতিত ঘোর সন্ধাt-ছায়! ষেন কাননশোভায় তট-বিঘাতিনী দূর.সিন্ধুর নির্ঘোষে আসিতেছে বারিধারা ; দুই চারি দশপড়িতে লাগিল গেট! ; ছুটিল গোপাল হাস্বারবে উচ্চপুচ্ছে তরুর আশ্রয়ে । আমরা রাখালগণ বালক বালিকা কেহ গিরিকোটখেতে, কেই তরুতলে— প্রশস্ত পল্লবছত্ৰে—লইনু আশ্রয় । । কেহ বনকদলীর, কচুর, পাতায় নিবারিছে বৃষ্টিধারা, মেঘ প্রস্রবণ অবিরল জলধার কপিছে বর্ষণ । সেই ঘন বরিষণ ; ঘন গরজন; . প্রতিধ্বনি শৃঙ্গে শৃঙ্গে ; শৃঙ্গে শৃঙ্গে মেঘ । মেঘেতে বিজলীখেলা ; সজল সে হাসি ; গিরিবাহী প্রপাতের আনন্দ-উছুসি ; সপ্তঃস্নাত কাননের, পরিমলময়, সুশীতল মন্দ শ্বাস ;-করিল হৃদয় উচ্ছ্বসিত, মুবাসিত, প্লাবিত, পূর্ণিত । কোটরেতে শর্শ্বে সক্ষী সঙ্গিনী বসিয়া বর্ষিকেছে কত মত মেঘের কাহিনী প্লাবি সেই গিরি-কক্ষ । কহিতেছে কেহ ইন্দ্র গজযুথ যবে চরান আকাশে, ডাকে হস্তী, বর্ষে গুও ; বিজলী-সঞ্চাররাখাল ইন্দ্রের স্বর্ণ-বেত্রের প্রহর ।