পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৯৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

t*SS নবামচন্দ্রের গ্রন্থাবলী । গাইতেছে হরিনাম আনন্দে মধুরে ; সরল পবিত্র কণ্ঠ প্লাবিছে প্রাঙ্গ, প্লাবিছে যমুনাগর্ভ, মধ্যাহ্ন গগন । প্রেমেতে অধীর নরনারী সংখ্যাতীত কেহ বা মূৰ্ছিত, কেহ আকুল হৃদয়ে সেই হরিনামামৃত করিতেছে পান । বৃদ্ধে বৃদ্ধ, প্রোঢ়ে প্রৌঢ়া, যুবক যুবতী, কিশোর কিশোরী, করে ধরাধরি করি অধীর অধীপু প্রেমে বেষ্টিয়া আমারে নচিতেছে চক্রে চক্রে, শত পুপহার , ভাসিছে জ্যোৎস্নামাত যমুনাপুলিনে, সঙ্কীৰ্ত্তন তালে তালে ; নাচিতেছি আমি অধরে মধুর বঁাশী, আর্দ্র আত্মহারা । “প্লাবিয়া সঙ্গীত-পূর্ণ আনন্টের ধ্বনি, শারদ-কৌমুদী-ধৌত নিৰ্ম্মল গগনে ' সহসা ধ্বনিল শঙ্খ ; স্থদর্শনরূপে চলিল স্বধাংশু আগে ; চলিলাম আমি স্বপনে চালিত ক্ষুদ্র বালকের মত ; আত্মহারা ; পশিলাম নিবিড় কাননে । মিশাইল শঙ্খধ্বনি, মিশাইল ধীরে সুদৰ্শন স্কুপাংগুতে, সুধাংশু আকাশে,— মূৰ্ছিত ষ্টয়া পার্থ পড়িয় ভূতলে । তৃতীয় প্রহর নিশি মূৰ্ছাস্তে অর্জুন ! দেখিলাম যমুনার পুলিনে বিবশ আত্মহারা গোপাঙ্গনা খুজিছে আমায় জননী যশোদা সহ উন্মাদিনী প্রায় ।