পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ميسيا নবীনচন্দ্রে গ্রন্থাবলী । অমানিশ কালে যথা শোভে নীলাম্বর খচিত-মুকুতাহারে, তারার মালায়, তেমতি এ অভাগার, হৃদয়েতে অনিবার, শোভিত শতেক আশা, নক্ষত্রের প্রায় ; আজি দেখি সকলই, হয়েছে অস্তর । { & বিষাদ-জলদ-রাশি,আসি আচম্বিতে, ঢাকিয়াছে আশা যত, দেখা নাহি যায়, দরিদ্রতা ভয়ঙ্কর, পিতৃশোক তদুপর, , কেবল জ্বলিছে ভীম দাবানল প্রায় তারা সাজাইবে চিত জীয়ন্তে দহিতে ? একটী চিন্তা । এস এস প্রিয় সখি কল্পনে ! আমার, বহুদিন করি নাই আলাপ তোমার । বারেক আইস প্রিয়ে ! ভ্ৰমি তব সনে, নিরথি প্রকৃতিমূৰ্ত্তি মনের নয়নে । কিন্তু আহা ! কে দেখিবে আমিও যেমন, শোকবাম্পে পরিপূর্ণ মনের নয়ন । নীরবে কঁদিছে মন বসিয়া বিরলে, অন্তরবাহিনী স্রোত বহে অশ্রুজলে । কত করি বুঝাইমু মানে না বারণ, নিজে না বুঝিলে কেবা প্ৰবোধিবে মন ? কে কবে বেঁধেছে মন ধৈৰ্য্যের শৃঙ্খলে ?