পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৯৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রৈবতক কাব্য । نان موا e{ আমাকে পাইয়া পুনঃ প্রেমেতে অধীরা নাচিতে লাগিল সবে ধরি করে কর মম নাম কীৰ্ত্ত গান গাইয়। গাইয়া, পড়িল পুলিনে কেহ মূৰ্ছিত হইয়া । । কেহ দাসীভাধে মম সেবিল চরণ ; কেহ মাতৃস্নেহে মম চুম্বিল বদন ; কেহ সঙ্গীভাবে বক্ষে করিল ধারণ ; কেহ বা বিবশ প্রেমে দিল আলিঙ্গন । পতি পুত্র পিতা মাত ভুলেছে আলয়, আমি পতি, আমি পুল, যথা প্রেমময়। সেই ভক্তি, সেই প্রেম,-ভক্তির চরম, কিশোর শিশুতে সেই আত্ম-সমৰ্পণ, নাহি জ্ঞান, নাহি ইচ্ছা, হৃদয় তন্ময় ;— অৰ্জুন ! ধৰ্ম্মের ক্ষেত্র রমণী-হৃদয় ! হেমস্তে সমস্ত সজ্জা করিতে করিতে পাতালে সিন্ধুর তারে, আসিল বসন্ত সঞ্জীবনী সুধাপুর্ণ। হাসিল কানন, গাইল বিহঙ্গকুল ; ফুটিল কুমুম স্তবকে স্তবকে ; ধীরে বহিতে লাগিল নবীন উৎসাহ ঢালি দক্ষিণ অনিল । আসিল বসন্ত পার্থ ; দেখিতে দেখিতে বসন্তের গ্ৰীতিপূর্ণ শেষ পৌর্ণমাসী— পূর্ণচন্দ্রমুখী বামা ! বিমুক্ত কবরী নীলাকাশ ; কুন্তলাগ্র সজ্জিত কুসুমে ব্যাপিয়াছে ধরাতল ; অলক-আধারে মাৰ্জ্জিত রজতকান্তি প্রীতি প্রস্রবণ