পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৯৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী 8 سوانو% কি যেন হৃদয়ব্যৰ্থ চাপিয়া রাখিছে কথা । হৃদয় কহিবে অদ্য কথা । দেখিয়াছ সিন্ধুনীরে যখন অজ্ঞাতে ধীরে জোয়ারের হয় সমাবেশ, * উজান বহিয়৷ জল, মন্দ হয় স্রেতোবল, ক্রমশঃ নিশ্চল হয় শেষ । - তেম িক্রমশঃ ধীর কথা, কণ্ঠ মুগভীর, ক্রমে ক্রমে হইল নীরব ; সদরের সে পূর্ণতা, . না পারে কহিতে কথা, ভাষা ভােব কল্পনা-বিভব । " এহরুপে মুগ্ধ-প্রাণে, চাহি চন্দ্র, শুষ্ঠ, পানে, নীরবে বসিয়া দুই জন । বড়িল জোয়ারবল, ধহল নিশ্চল জল, ধীরে কর্ণে শুনিয় তখন— · “জরৎকারু, ফটে "বুক, নাহি জানি এই মুখ, এ জীবনে পাইব কি আর ? 紗 পূর্ণ মম আয়োজন, যে সমুদ্রে এইক্ষণ দিব ঝাপ, কোথা কুল তার ? ডুবি যদি দিতে ঝাপ, , রবে এই মনস্তাপ, এ অতুল মেহের তোমার, . —পরাবার পরিমাণ,— বিন্দুমাত্র প্রতিদান, হইল না জীবনে আমার । যদি ভাসি,—স্রেতোবল, ঘটনা তরঙ্গদল, কোথায় যে নিবে ভাসাইয়া ; কে কহিবে ভবিষ্যৎ, – পূর্ণ হবে মনোরথ ? পুনৰ্ব্বার আসিব ফিরিয়া ?