পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৯৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

t*: J9 নবীনচন্দ্রের গ্রন্থাবলী । শৈলের শিথিল শির পড়িল হেলিয়। প্রভুর চরণাঙ্গুজে ; হইল স্থাপিত পদ্মরাগে নীরমণি অতীর হুন্দর। অদ্ধেক ললাট ক্ষুদ্র, অৰ্দ্ধেক কপোল, অৰ্দ্ধ ওষ্ঠাধর, করস্থিত পদাৰুজ, আছে পরশিয়া । আছে নিরথিয় শৈল চাহি শূন্তপানে,— ঢল ঢল ছটি নেত্র, অধরে প্রসন্ন হাসি, কি অঙ্গমহিম। — নীলমণি-নিরমিত ভক্তির প্রতিম"। কি আনন্দ ! যেন বহু তপস্তার পর, পেয়েছে সাধক নিজ অভীষ্ট ঈশ্বর ! বহুক্ষণ এইরূপে বসি আত্মহারা Q. উঠিল বালকু ধীরে ; ধীরে একবার চাহি সেই বীর মুখ, চিত্রিত নিদ্রায়, প্রবেশিল পাশ্বস্থিত নিবিড় কাননে । অতীত তৃতীয় যাম ; স্ব গু রৈবতক ; দাড়াইয়া তরুগণ নিদ্রাগত যেন শারদ জোৎস্নাতলে । আগন্তুক এক বৃক্ষ অন্তরাল হতে হইয়া বাহির দাড়াইল ছায়াধারে শৈলের সম্মুখে । প্ৰণমিল শৈল ; স্নেহভরে অগস্তুক সম্ভাষিল সমাদরে, ছায়ার অ tধীরে গুজনে বসিল এক বৃক্ষের শিকড়ে । আগ। বহুক্ষণ বসিয়াছি তৰ প্রতীক্ষায় ; বল, শৈল, করেছ কি উদ্দেশু সাধন ? শৈ। করিয়াছি