পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৯৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3>b" নবীনচন্দ্রের গ্রন্থাবলী । করিয়াছে স্বত্বাসিত মুধাকর-কর, সুধাকর-করে স্নাত নিকুঞ্জ সুন্দর । নিকুঞ্জ-পর্যাঙ্ক অঙ্ক আলো করি, নিষ্কলঙ্ক স্থবাসিত জ্যোৎস্নার মূর্বতি মুন্দর— " সত্যভামা নিদ্রা যায়; সুবাসিত জ্যোংম{য় থেলিযু তরঙ্গ কিবা স্থির মনে হর । উপধানে বাম কর, . শোভিতেছে তদুপর মুবাসিত শশধর—চিত্র কল্পনার ! স্ববাসিত দীপমালা, নিকুঞ্জ করিয়া'আলা, দেপায়ু অতুল সেই স্বষ্টি বিধাতার— ত্রিভঙ্গ, তরঙ্গায়িত, জ্যোৎস্নার হার } 魯 ويv চাদনি-চর্চিত বন অতিক্রমি, ফুল্ল মন দাড়াইলা বাসুদেব, নিকুঞ্জ হুয়ারে, পদ না সঞ্চিল আর,— শয্যাশায়ী প্রতিমার দেখি অবিচল চিত্র পর্য্যঙ্ক আধারে, কি অমৃতে প্রাণ মন, হইল ষে নিমগন, কি ষে ফুল্ল জ্যোৎস্নায় ভরিল পরাণ, কৃষ্ণ স্থিরনেত্রে রূপ করিলেন পান ।