পাতা:নাবিক-বধূ.djvu/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১০৮
নাবিক-বধু

না; তাঁহার চেহারা পর্য্যন্ত যেন বদলাইয়া গেল—তাহা দেখিয়া পাচক বলিল, “এখন আপনাকে ভদ্রলোকের মত দেখাইতেছে।”

 ডড্‌লে বলিলেন, “পোষাক ত মিলিল, এখন কাপ্তেনের নামে যে চিঠিখানা লিখিতে হইবে, তাহার কি ব্যবস্থা করা যায়?”

 পাচক তাঁহাকে দোয়াত কলম ও কাগজ বাহির করিয়া দিল।—ডড্‌লে পাচকের বাক্সের উপর বসিয়া তাড়াতাড়ি একখানি পত্র লিখিয়া ফেলিলেন। সেই পত্রে তিনি নিজের পরিচয় জানাইয়া কাপ্তেনের অজ্ঞাতসারে বোটখানি গ্রহণ করিবার কারণ লিখিলেন। তিনি সেই পত্রে একথাও লিখিলেন যে, নিরাপদ স্থানে উপস্থিত হইয়া কাপ্তেনের ক্ষতিপূরণ করিবেন।

 তিনি পত্রখানি শেষ করিয়া উঠিবেন, এমন সময় কি মনে হওয়ায় পাচককে বলিলেন, “আরও একটা কায বাকি আছে।—হাতে যখন কাগজ কলম আছে, তখন ল্যাম্পিয়নকে দু’ছত্র লিখিতেই-বা দোষ কি? সে যে কত বড় শয়তান—তাহা তাহাকে জানাইয়া দেওয়া মন্দ নহে। হতভাগাটা ভয়ে ও দুশ্চিন্তায় আহার নিদ্রা ত্যাগ করুক ইহাই আমার ইচ্ছ।”

 তিনি ডাক্তার ল্যাম্পিনকেও একখানি পত্র লিখিলেন, পত্রখানি লেফাপায় বন্ধ করিয়া তাহার উপর ল্যাম্পিয়নের নাম লিখিলেন। ইতিমধ্যে পাচকটি সিন্দুকের তলা হইতে একটা পুঁটুলি বাহির করিয়া তাঁহাকে বলিল, “আপনি নিরাপদে তীরে উঠিলে আপনার কাযে লাগিতে পারে এ রকম কিছু সংগ্রহ করিয়াছি।—আপনি ইহা পাইয়া নিশ্চয়ই সুখী হইবেন।”

 মিঃ ডড্‌লে পুঁটুলিটি খুলিয়া দেখিলেন, কল টের একটি উৎকৃষ্ট রিভলভার ও কতকগুলি টোটা।—তাহা দেখিয়া আনন্দে উৎসাহে তাঁহার চক্ষু উজ্জল হইয়া উঠিল।

 পাচক বলিল, “এগুলি আপনার কাযে লাগিবে —অথচ ইহা রাখিয়া আমার কোন লাভ নাই, উল্‌টা ফ্যাসাদ ঘটতে পারে। এগুলি লইয়া যান।

 ডড্‌লে বলিলে, “ধন্যবাদ, শত-সহস্র ধন্যবাদ। তুমি যে আমার কি উপকার করিলে, তা’বলিবার শক্তি নাই। এরূপ মহামূল্য সামগ্রী আমি এ সময়