বিষয়বস্তুতে চলুন

পাতা:নারীর মূল্য-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নারীর মূল্য
১৮

এবং সার্‌জন লবক্, এসকুইমো, কামস্কাটকা-নিবাসী ও কালমুখদের সম্বন্ধেও ঠিক এমনি অথিতি-সেবার ইতিহাস লিখিয়া গিয়াছেন। হারবার্ট স্পেন্সের তাঁহার Descriptive Sociology গ্রন্থে এমনি বহুতর দয়ার কাহিনী প্লস্ ও প্যালাস সাহেবদের ভ্রমণ-বৃত্তান্ত হইতে সংগ্রহ করিয়া গিয়াছেন! জিজ্ঞাসা করি, ইহাদের সহিত আমাদের ধার্মিক বণিকটির প্রভেদ কোনখানে? সে-দেশের পুরুষেরাও যাহা কর্তব্য এবং যাহা ধর্ম বলিয়া মনে করিয়াছে, তাহাই পালন করিয়াছে—ইনিও তাই। অতিথিকে সন্তুষ্ট করিবার ইচ্ছা উভয়েরই সমান, উভয়েই মনে করিয়াছেন, অতিথি সন্তুষ্ট না হইলে আমার পাপ হইবে, আমি কষ্ট পাইব। কথাটাকে যেমন ইচ্ছা এবং যত ইচ্ছা ঘুরাইয়া ফিরাইয়া দেখিলেও ওই একটা ‘আমি’ ছাড়া আর কিছুই পাইবার যো নাই। ওই ‘আমি’টার মধ্যে নারীর প্রতি সম্মান শ্রদ্ধা যে কোথায় ডুবিয়া গিয়াছে, তাহার কোন চিহ্নই পাওয়া যায় না।

 ভগবান শঙ্করাচার্য স্পষ্ট করিয়া বলিয়া গিয়াছেন, নরকের দ্বার নারী। বাইবেল বলিয়াছেন, root of all evils, অর্থাৎ সমস্ত অহিতের মূল। ইয়োরোপ-প্রসিদ্ধ লাটিন ধর্মযাজক কারটুলিয়ান নারীর সম্বন্ধে লিখিয়াছেন—Thou art the devil’s gate, the betrayer of the tree, the first deserter of the divine law. ধর্মযাজক সেণ্ট অগষ্টিন, যিনি ‘সেণ্ট’ পদবী পাইয়া গিয়াছেন, তিনি তাঁহার শিষ্যমণ্ডলীকে শিখাইতেছেন, What does it matter whether it be in person of mother or sister, we have to be beware of Eve in every woman. সেণ্ট অ্যাম্‌ব্রোস— ইনিও ‘সেণ্ট’—তর্ক করিয়া গিয়াছেন, Remember that God took a rib out of Adam’s body, not a part of his soul to make her.

 ৫৭৮ খৃষ্টাব্দে আহূত ওসিয়ার ক্রীশ্চান ধর্ম-সঙ্ঘে নাকি স্থির হইয়াছিল স্ত্রীলোকের আত্মা নাই। ধর্মের জন্যে যে নারী-জাতি মরে বাঁচে, যে ধর্ম-গ্রন্থের প্রত্যেক অক্ষরের প্রতি নারীর অচলা ভক্তি, সেই