&&s निकृडि दिउँौघ्र षक
রমেশ । বাড়ীতে না থাকলে এরপর ঘর-দোরগুলো পড়ে যেতে পারে, আর জমিজায়গাগুলোও নয়ছয় হয়ে যেতে পারে । তাছাড়া আমারও ত এখানে এখন কোন কাজ নেই, তাই ভাবছিলাম—
গিরীশ। তা বেশ তে, মণিৰূও কলেজ এখন বন্ধ রয়েছে, সে যদি
যেতে চায়, ত তাকেও নিয়ে যেতে পার ।
রমেশ । আচ্ছা দাদা। (রমেশ চলিয়া যাইতেছিল )
গিরীশ । আর দেখ, হরলালকেও সঙ্গে নাও। কখন কী দরকার হয়
তা বলা যায় না ত।
রমেশ a যে অণজ্ঞে ।
t গিরীশ পুনরায় কাজে মনোনিবেশ করিলেন।
সিদ্ধেশ্বরী প্রবেশ করিলেন
সিদ্ধেশ্বরী। ওগো শুন্ছ ?—
ीिश्रृं निङ्ग खुद्र ।
বলি শুনতে পাচ্ছ ? গিরীশ। দাড়াও, দাড়াও জরুরী কাজটা আগে সেরে নিই। সিদ্ধেশ্বরী। তোমার কাজকৰ্ম্ম করে লাভটা কী—আমায় বলতে পার ? কেবল শুয়োরের পালগুলোকে খাওয়াবার জন্যেই কি দিবারাত্র খেটে মরবে ? গিরীশ । ( কাগজ হইতে মুখ না তুলিয়া ) না, আর দেরী নেই—
এইটুকু দেখে নিয়েই—চল খেতে ধাচ্ছি।
সিদ্ধেশ্বরী। খাওয়ার কথা কে তোমাকে বলছে ? আমি বলছি ছোট বেীরা যে বেশ গুছিয়ে নিয়ে এ বাড়ী থেকে ৰেরিয়ে যাওয়ার
পাতা:নিষ্কৃতি নাটক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬৫
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
