পাতা:নীতি-সন্দর্ভ.djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯ • নীতি-সন্দর্ভ । অভু্যদয় দেখিলে ঈর্ষ্যাপরবশ হয়, আমরা তাহাদিগকেই পরশ্ৰীকাতর বলি। পরশ্ৰীকাতরতা দুর্বলতা বা অক্ষমতা হইতে উৎপন্ন হয়। যাহারা সক্ষম ও উদারচেতা, তাহারা অন্যের উন্নতি দেখিলে নিজক্ষমতাবলে তদনুরূপ বা ততোহধিক आएक्काब्रङि সাধন করেন ; কিন্তু যাহারা অক্ষম অথবা নিজকে অক্ষম বলিয়া মনে করে প্রত্যুত নীচমন, তাহারা আত্মোন্নতির কোন চেষ্ট না করিয়া হিংসায় হৃদয় পরিপূর্ণ করিয়া রাখে এবং উদ্যমশীল লোকের অনিষ্টসাধনে প্রবৃত্ত হয়। আদর্শকে খর্ব করিয়া নিজে বড় হওয়ার চেষ্টা করা অতিশয়স্কৃণিতকাৰ্য্য ; তাহাতে নিজের ও জাতীয়জীবনের অধোগতি ঘটে ; পক্ষান্তরে আদর্শের সমকক্ষ হওয়ার প্রয়াস আত্মোন্নতির ও জাতীয়-উন্নতির প্রকৃষ্ট পস্থা। গুণগ্রামের সংগ্রামে জয়ী হওয়াই পুরুষাৰ্থ ; তাহাতে একদিকে যেমন নিজের বীরত্ব প্রকাশ পায়, অন্যদিকে সেইরূপ জাতীয়-উন্নতির পথ প্রশস্ততর হইয়া উঠে । পরশ্ৰীকাতরতা অশেষ অনিষ্টের মূল। স্থচিন্তাশীল ৮ কালীপ্রসন্ন ঘোষ যথার্থই বলিয়াছেন, "ইহা দূরসম্পর্কিত অপেক্ষ নিকটসম্পর্কিতকে, যথার্থপর অপেক্ষা মন গড়া পর আপনারজনকেই বরং অধিক স্পর্শ করে।” প্রায়ই দৃষ্ট হয়, যখন কেহ উন্নতির পথে অগ্রসর হইতে থাকেন, তখনই তাহার চতুৰ্দ্দিকস্থ হীনচেতা লোক তাহার প্রতি দ্বেষ ও হিংসা করিতে আরম্ভ করে ; তদীয় উন্নতির পথে বাধাদিতে গিয়া অতিশয় ঘৃণণীয় কার্য্যের অনুষ্ঠান করে এবং যগতথা তাহার নিন্দা করিয়া আত্মগৌরব বিস্তার ~~