পাতা:নীতি-সন্দর্ভ.djvu/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“চরিত্র” । মানুষের সম্মুখে স্বর্গ ও নরক উভয়ই বিদ্যমান। মানুষ ইচ্ছা করিলে স্বর্গের দেবত্ব লাভ করিতে পারে, ইচ্ছা করিলে নরকের কীট হইতে পারে। ইচ্ছা করিলে আশু প্রীতিকর অথচ পরিণাম-বিরস ভোগলালসার পরিতৃপ্তি সাধন করিয়া নরকে আজাবন অনন্ত ক্লেশ ভোগ করিতে পারে ; পক্ষান্তরে সৎপ্রবৃত্তির অনুসরণ করিয়া স্বগের বিমল আনন্দ উপভোগ করিতে পারে । তাই একজন মহাকবি বলিয়া গিয়াছেন, -- “অবস্থাবিশেষে মানুষই দেবত হইতে পারে"। আমাদের পরমপূজনীয় আৰ্য্যমহর্ষিগণ বিশুদ্ধচরিত্রের পারাকাষ্ঠ প্রদর্শন করিয়া এই মহাবাক্যের যাথার্থ্য স প্রমাণ করিয়া গিয়াছেন । চরিত্রই মানুষকে দেবতা ও পশু করে । তুমি চরিত্রবান হইতে পারিলে ইহজগতে অক্ষয়কীৰ্ত্তিস্থাপন ও পরজগতে স্বৰ্গলাভ করিবে ; আর চরিত্রহীন হইলে ইহজগতে অশেষ ক্লেশ ভোগ করিয়া পরজগতে নরক-যন্ত্রণাভোগের অধিকারী হইবে ।