পাতা:নীতি-সন্দর্ভ.djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চরিত্র । సి কেশবচন্দ্র সেন যখন বিলাতে অবস্থান, করিতেন, তখন র্তাহার আশ্রয়দাতার একটী শিশুসন্তান তাহাকে দেশে না আসিতে অনেক অনুরোধ করে, কিন্তু কিছুতেই তাহাকে প্রতিনিবৃত্ত করিতে না পারিয়া কয়েকট সমবয়স্কবালককে যুদ্ধসাজে সজ্জিত করিয়া সেনমহাশয়ের সম্মুখে দণ্ডায়মান হইয়া বলিল—“এখন আপনি কিরূপে যান, দেখা যাবে। আপনার পথ রুদ্ধ করিব।” ইংরেজসমাজে লোকে যুদ্ধসাজে সজ্জিত হইয়। রণাভিনয় করিয়৷ পকে । এই শিশু সন্তানটী ও তাঁহাই শিক্ষা করিয়ছিল । SSASAS SS SAAAAAA AAAAS AA SAASAASAASAA ۔ ۔ی. ۔ ی..۔۔میہ۔ --۔۔یہ مر --م লোকশিক্ষার জন্য সমাজ-শাসন নিতান্ত আবশ্যক । বৰ্ত্তমানসময়ে আমাদের সমাজে কেবল বিদ্বেষ, হিংসা, শঠতা, নীচাশয়তাপ্রভৃতি অসৎভাবই সম্যক্ পরিলক্ষিত হয় । ইহার ফলে অ:মরা যে অন্যান্য জাতি তাপেক্ষা কত নিম্নে আছি এ বং দিন দিন কতই অধোগামা হইতেছি তাহা ভাবিলে, হৃদয় ক্ষেভে ও দুঃখে পূর্ণ হইয় উঠে । বৰ্ত্তমানসমাজের দোষেই আমরা জাতীয়ঞ্জীবনে হীন এবং অধোগতির চরমসীমায় উপনীত ! এই সমাজ শোধনের জন্য মধ্যে মধ্যে দুই এক জন পর্যুঃখ কাতর হৃদয়বান্‌ পুরুষ উহার বিরুদ্ধে হস্তোত্তোলন করিয়া সমাজের প্রভূত উপকার সাধন করিয়াছেন সত্য, কিন্তু তাহাতে ও সমাস সেইরূপ শিক্ষালাভ করে নাই । এখনও অনেক গুণি দোষ সমাজের হাড়ে হাড়ে থাকিয়া উহার অস্থি-মজ্জা ভক্ষণ করিতেছে। এই সকল দোযের হাত এড়াইতে ন পারিলে আমরা কখনই আমাদের জাতীয়জীবন আবীর লাভ করিতে পারিব না এবং আমাদের