পাতা:নীতি-সন্দর্ভ.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সৎসাহস । ঈশ্বর-স্বাট প্রাণি-জগতের মধ্যে মনুষ্য সকলজাতির শীর্ষস্থানীয়। কেন যে মানব প্রাণি-জগতের শীর্ষস্থানীয়, ইহার অনুশীলনে প্রবৃত্ত হইলে সহজেই উপলব্ধি হয়, মনুষ্যজাতির মধ্যে কয়েকট বিশিস্ট গুণ বিদ্যমান রহিয়াছে, ঐ সমস্ত বিশিষ্ট গুণাবলীই মনুষ্যের মনুষ্যত্বের পরিচায়ক । যদি মানবের ঐ সমস্ত সদগুণ না থাকিত, তাহা হইলে মনুষ্য ও পশুতে কোনও প্রভেদ থাকিত না ; মানব তার ‘মানব'পদবাচ্য হইত না ; পশুভাবাপন্ন একপ্রকার অভিনবজন্তুরূপে পরিগণিত ट्ट्रे す。 যে সমস্ত গুণের কথা উল্লিখিত হইল, তন্মধ্যে সৎসাহস অগ্রগণ্য । যে গুণ থাকিলে মানব মিথ্যা ও কপটতা প্রভূতি অসংপ্রবৃত্তিকে দূরে রাখিয়া সত্য ও সরলতাপ্রভৃতি সৎপ্রবৃত্তি দ্বারা আত্মাকে অলঙ্কত করিতে পারে, তাহারই নাম সৎসাহস । মানসিক বলই সৎসাহসের উৎপত্তিস্তান । যাঙ্গদের মন দৃঢ় ও সবল, তাহদের মধ্যেই এই সাহস দৃষ্ট হয়; আবার যাহাদের মন দুৰ্বল, তাহাদের মধ্যে ইহার অভাব পরিলক্ষিত হইয়া থাকে। শারীরিক বল সৎসাহসের উৎপত্তি-স্থল নহে ; শারীরিক বল হইতে অনেকক্র পশিব-সাহসের উৎপত্তি হয় । পাশব