পাতা:নীতি-সন্দর্ভ.djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সৎসাহস । >న AAAAAA AAAA AAAA AAAA AAA AAAA AAAAMMAMAMM AMAMAMAMAAAS হইতে দূরীকৃত করেন। ইসলামধৰ্ম্মপ্রচারক মহম্মদও নানারূপ উপহাস ও দুষ্টলোকের উৎপীড়ন আয়ানবদনে সহ্য করিয়াছিলেন, তথাপি তিনি যে মূলমন্ত্র লইয়া কাৰ্য্যক্ষেত্রে অবতীর্ণ হইয়াছিলেন, তাই হইতে স্থলিত হন নাই । অবশেষে এই ধৰ্ম্মবীর সৎসাহসের বলেই আরবপ্রভৃতি ভূভাগে সত্যের জয়পতাকা উড্ডীন করিয়া ইহ সংসার হইতে বিদায় গ্রহণ করেন । বস্তুতঃ মহৎব্যক্তিগণ যাহা ভাল বুঝিয়াছেন, তাহাই করিয়াছেন। লোকনিন্দ র্তাহাদিগকে কোন সৎকাৰ্য্য হইতে বিরত করিতে পারে নাই । র্তাহারা ভগবৎপদে অটল বিশ্বাস স্থাপন করিয়া সর্বদা স্বীয় গন্তব্যপথে অগ্রসর হইয়াছেন। ৪ । বলবান কর্তৃক কোনরূপ অন্যায় কাৰ্য্য করিতে অনুরুদ্ধ হইলে তৎসম্পাদনে অসন্মতি প্রকাশ করা।—ভীরু কাপুরুষ ভীমসিংহ যখন নিজরাজ্যরক্ষার্থে আমির খার বৃণিতপরামর্শে স্বীয় দুহিতার প্রাণ-হরণে উদ্যত হন, তখন দৌলতসিংহনামক শিশোদীয়কুলের জনৈক সামন্ত এই শ্রেণীর সৎসাহসের যথেষ্ট পরিচয় প্রদান করেন। ছুরিকাঘাতে কৃষ্ণকুমারীর প্রাণনাশ করিবার জন্য রাণা প্রথমতঃ উক্ত দৌলতসিংহকে নির্বাচিত করেন। সৎস্বভাব দৌলতসিংহ যখন সেই লোমহর্ষণ অনুষ্ঠানের কথা শ্রবণ করিলেন, তখনই তাহার হৃদয় ঘৃণায় পরিপূর্ণ হইয়া উঠিল ; তিনি রাণীকে এই জন্য শত ধিক্কার দিয়া সেই স্থান হইতে প্রস্থান করিলেন । ৫ । কোনরূপ অন্যায়কাৰ্য অবাধে সম্পন্ন হইতেছে