পাতা:নীতি-সন্দর্ভ.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२२ নীতি-সন্দর্ভ’। বিকাশ হয়। ফলতঃ মমুষ্যসমাজে যদি সৎসাহসের সম্যক আদর থাকিত, তাহা হইলে, এই দুঃখদারিদ্র্যপূর্ণ বম্বন্ধর অমরাবতীর ন্যায় শোভান্বিত এবং দেবরাজের “নন্দনকানন” বলিয়া অনুভূত হইত ; কেহ কাহারও প্রতি লোভ-কটাক্ষ করিত না ; হিংসা, স্বার্থপরতা ও কপটতাপ্রভৃতি রিপু-সমূহ দূরে পলায়ন করিত এবং চতুর্দিকে মুখ ও শান্তি চিরবিরাজিত হইত।