পাতা:নীতি-সন্দর্ভ.djvu/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬ নীতি-সন্দর্ভ । بیمه সম্পদে বিপদে ভগবচ্চরণে মনঃপ্রাণ অর্পণ করিতে পারেন, তাহারাই প্রকৃতসন্তোষলাভে সমর্থ হন। আত্মসংযম যে কেবল মানসিক ও আধ্যাত্মিক উন্নতির মূল এমন নহে ; সংযমী না হইলে আমাদের শারীরিক উন্নতিও সম্যকরূপে সাধিত হয় না । শরীর, মন ও আত্মার অতি নিকটসম্বন্ধ ; শরীরের উন্নতি না হইলে মনের উন্নতি হয় না এবং মনের উন্নতি না হইলে অর্থাৎ অসদৃত্তিগুলির নিরোধ করিয়া সৎপ্রবৃত্তিগুলিকে বিকশিত না করিলে, আত্মার উন্নতি হয় না। ইন্দ্রিয়সংযমব্যতীত শরীর পুস্ট হয় না। যাহার অতিশয় ইন্দ্রিয়পরায়ণ, তাহারা কখনও সুস্থশরীরে জীবনযাপন করিতে পারে না এবং শরীর সুস্থ না রাখিলে, সদৃবৃত্তিগুলির পরিস্ফুরণের চেষ্টা করা যাইতে পারে না। শারীরিক উন্নতির জন্যও আত্মসংযমশিক্ষা নিতান্ত আবশ্যক। ২। আত্মীয়স্বজনের প্রতি কৰ্ত্তব্য—কৰ্ত্তব্যের এই অংশকে নানাভাগে বিভক্ত করা যাইতে পারে ; তন্মধ্যে আমরা প্রধান প্রধান কয়েকটর বিষয় এই স্থলে উল্লেখ করিতেছি। পিতামাতা ও সন্তানের কৰ্ত্তব্য—পিতামাত নিজ নিজ পুত্রকাগণকে স্নেহ করিবেন কখনও তাহাদিগকে পাপকাৰ্য্যে রত হইতে দিবেন না ; সর্বদা সাধুসঙ্গে থাকিতে দিবেন এবং যত্নাতিশয়সহকারে সুশিক্ষিত করিবেন। সন্তানের চলাবসার প্রতি দৃষ্টি রাখাও পিতামাতার একটা প্রধান কৰ্ত্তব্য। কোন কোন ভদ্রপরিবারস্থ বয়ঃস্থ-লোকেরও চলাবসা এত জঘন্যরকমের