পাতা:নীতি-সন্দর্ভ.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՀԵ নীতি-সন্দর্ভ r কার্ঘ্যের জন্য তিরস্কার করেন, তখন কোনরূপ কটুক্তি না করিয়া মনে করিবে, তোমার অন্যায় হইয়াছিল বলিয়াই তিরস্কৃত হইয়াছ। কোন দোষ না থাকা সত্ত্বেও যদি তুমি পিতামাত কর্তৃক তিরস্কৃত হও তাহাও, অম্লানবদনে সহ্য করিবে । পিতামাত ও অন্যান্য গুরুজন আমাদের সকলের সেব্য, তাহার। আমাদের উপাসিতব্য । তাহাদের সেবা পরম ধৰ্ম্ম । মাতা পৃথিবী অপেক্ষ গুরুতর, পিতা আকাশ অপেক্ষাও উচ্চতর। মহাভারতের শান্তিপর্বে উল্লিখিত হইয়াছে যে, “পিতামাতা ও অন্যান্য গুরুজন ইহারা তিন লোক, তিন আশ্রম, তিন বেদ ও তিন অগ্নি স্বরূপ । পিতা গাহঁপত্য, মাত৷ দক্ষিণ ও অন্যান্য গুরুজন আহবনীয় অগ্নি বলিয়া পরিগণিত ; এই ত্ৰিবিধ অগ্নিই অতিশয় প্রশস্ত ; কায়মনোবাক্যে এই তিনের আরাধনা করিলে অনায়াসে ত্রিলোক জয় করিতে পারা যায় । গুরু ও শিষ্যের কৰ্ত্তব্য—গুরু শিষ্যকে যত্নাতিশয়সহকারে শিক্ষা দিবেন এবং নিজ সন্তানের ন্যায় তাহাকে ভালবাসিবেন ও শাসন করিবেন। শিষ্য স্বীয় অধ্যাপককে পিতার ন্যায় ভক্তি করিবে, গুরু যখন যেরূপ, আদেশ করেন, আমানবদনে তৎসাধনে অগ্রসর হইবে । - কোন অবস্থায়ই গুরুর শাসন অতিক্রম করা উচিত নহে। গুরুর সন্তোষসাধনই প্রকৃত গুরুদক্ষিণা, সুতরাং যাহাতে তিনি সস্তুষ্ট থাকেন, সৰ্ব্বদা তৎপ্রতি দৃষ্টি রাখিবে। রাজা জনমেজয়ের রাজত্বকালে আয়োদধৌম্য