পাতা:নীতি-সন্দর্ভ.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৰ্ত্তব্যানুষ্ঠান। ૨જે নামে এক তপস্বীর উপমা, আরুণি ও বেদ নামে তিনটী শিষ্য ছিলেন। ই হারা সকলেই গুরুভক্তির পরাকাষ্ঠা প্রদর্শন করিয়া গিয়াছেন। আরুণি গুরুর শস্তক্ষেত্র রক্ষা করিতে আদিষ্ট হইয়া যখন অন্য কোন উপায়ে কৃতকাৰ্য্য হইতে পারিলেন না তখন, স্বয়ং স্রোতোমুখে পতিত হইয়া জলের গতিরোধ করিলেন। উপমন্ত্য গুরুর গোরক্ষণে নিযুক্ত হইয়t বৎস-মুখ-নিঃস্থত ফেনমাত্র পান করিয়া জীবনধারণ করিতেন ; কিন্তু তাহাতেও গুরুকর্তৃক নিষিদ্ধ হইয়া ক্ষুধানিবারণের জন্য অর্কপত্ৰভক্ষণ এবং ইহার ফলে অন্ধ হইয়া অশেষ ক্লেশ ভোগ করেন । আয়োদধৌম্যের অন্যতম শিষ্য বেদও সর্বদ গুরুর সন্নিকটে থাকিয়া তদীয় পরিচর্য্যায় নিযুক্ত থাকিতেন এবং গুরু যখন যে আজ্ঞা করিতেন, অবিচলিতচিত্তে তৎক্ষণাৎ তাহা সম্পাদন করিতেন । ভ্রাতা ও ভগিনীর কৰ্ত্তব্য—তুমি তোমার নিজকে যেরূপ ভালবাস ও স্নেহ কর, তোমার ভ্রাতা ও ভগিনীদিগকেও সেইরূপ স্নেহ করিবে ও ভালবাসিবে। যেরূপে তাহারা সস্তুষ্ট থাকেন, প্রাণপণে তাহার চেষ্টা করিবে । গুরু শিষ্যের প্রতি যেরূপ ব্যবহার করেন, কনিষ্ঠের প্রতি জ্যেষ্ঠের সেইরূপ ব্যবহার করা: উচিত। জ্যেষ্ঠ কনিষ্ঠকে স্বপথে চালাইবেন । তিনি যদি কনিষ্ঠের প্রতি নিষ্ঠুর আচরণ না করেন, যদি কৰ্ত্তব্যজ্ঞানে প্রণোদিত হইয়া দয়া ও ভালবাসার সহিত সুনীতি উপদেশ দেন, তবে অবশুই কনিষ্ঠ জ্যেষ্ঠের বশীভূত ও র্তাহার