পাতা:নীতি-সন্দর্ভ.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Wo)e নীতি-সন্দর্ভ । SAeMMAAMMMA AJAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA SAAA SAAAAASA SAASAASAASAASAA AAASA SSASAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS উপদেশানুযায়ী কাৰ্য্য করিতে যত্নশীল হইবে । জ্যেষ্ঠ কোন অন্যায় কার্ষ্য করিলেও কনিষ্ঠের তাহাকে অসম্মান করা অকৰ্ত্তব্য । পিতার ন্যায় জ্যেষ্ঠের আজ্ঞা প্রতিপালন ও র্তাহার প্রতি ভক্তি প্রদর্শন করিবে। ভ্রাত ও ভগিনীর মধ্যে প্রচুরপরিমাণে আত্মত্যাগ থাকা উচিত। উভয়ের মধ্যে এই গুণের অভাব ঘটিলে, পরস্পর দুঃখমোচনের সস্তাবনা থাকে না। জ্যেষ্ঠ ভ্রাতা ও জ্যেষ্ঠ ভগিনী পিতামাতার স্থানীয়। পিতামাতার যেরূপ সেবাশুশ্ৰষা করা উচিত, ইহাদেরও তদনুরূপ শুশ্রুষা করিবে । দম্পতীর কৰ্ত্তব্য—স্ত্রী ও স্বামী পরস্পরকে তাহাদের দায়িত্ব বিশদরূপে বুঝাইয়া দিবেন এবং সেই দায়িত্ব পরিশোধ করিবার জন্য উভয়েই প্রাণপণে চেটা করিবেন। স্বামী স্ত্রীর প্রতি আত্মবৎ ব্যবহার করিবেন এবং তাঁহাকে এরূপভাবে শিক্ষা দিবেন, যাহাতে সম্পদে বিপদে তিনি স্বামীর সহায় হইতে পারেন । যাহাতে স্ত্রী ধৰ্ম্ম-জীবন লাভ করিতে পারেন, গৃহকাৰ্য সুন্দর ও সুচারুরূপে সম্পাদন করিতে পারেন, নিজ দায়িত্ব বিশদরূপে বুঝিতে পারেন, এরূপ চেষ্টা স্বামীর একান্ত কৰ্ত্তব্য। স্বামী স্ত্রীর প্রতি সম্মান প্রদর্শন করিবেন এবং অন্তঃকরণের সহিত তাঁহাকে ভালবাসিবেন ; কখনও স্ত্রীর সহিত কোনও অবস্থায় বিশ্বাসঘাতকতা করিবেন না। স্ত্রীর কর্তব্য পতিসেবা, পতির শুশ্রষা, প্রাণপণে স্বামীর হিতসাধন করা । স্বামীই ভাৰ্য্যার পরমদেবতা, স্বামীর সেবাই তাহার একমাত্র গতি । শকুন্তলা স্বীয় পতি দুষ্মন্তকে