পাতা:নীতি-সন্দর্ভ.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૭ર নীতি-সন্দর্ভ। পিতামাতার ন্যায় ভক্তি ও শ্রদ্ধা এবং তদীয় উপকারসাধনে প্রাণপণে যত্ন করা উচিত। যে ব্যক্তি চিরকাল প্রভুর নিকট যথাবিধানে প্রতিপালিত ও কৃতকৃত্য হইয়া, কাৰ্য্যকালে অহা বিস্মৃত হয়, তাহার ন্যায় কৃতঘ্ন ও মহাপাপী এজগতে আর নাই । দাসদাসীগণকে সন্তানের ন্যায় স্নেহমমতা করা উচিত। যদি তাহাদের কোন দোষ লক্ষিত হয় তবে, মিষ্টকথায় দোষের সংশোধন করিতে চেষ্টা করিবে কিন্তু, কদাপি নিষ্ঠুর বাক্য প্রয়োগ করিবে না। অনেকে কটু কথা বলিয়া ভূত্যগণের দোষ সংশোধন করিতে চেষ্টা করেন, কিন্তু ইহা তাহদের গুণ নহে, দোষ ; সংশোধিত হওয়া দূরে থাকুক বরং ভূত্যগণকে ইহাতে অসৎপথে আরও অগ্রসর করিয়া দেয়। বিশ্বস্ত দাসদাসী প্রভুর উপকারার্থে নিজের সর্বস্ব বিসর্জন করিতেও দ্বিধা বোধ করে না। দাসী পান্ন স্বীয় তনয়ের শোণিতবিনিময়ে প্রভুবালক উদয়সিংহের জীবন রক্ষা করেন ; প্রসিদ্ধ হলদিঘাটক্ষেত্রে প্রভুভক্ত মাল্লা নিজের জীবন উৎসর্গ করিয়া, প্রতাপসিংহকে আসন্নবিপদ হইতে উদ্ধার করেন; ১৮৫৭ খৃষ্টাব্দে সিপাহী বিদ্রোহের সময় ভারতের অসংখ্যনরনারী প্রভুর সন্তানসন্ততির জন্য অশেষবিধ অত্যাচার সহ করেন। দাসদাসীগণের প্রতি কর্কশব্যবহার করিলে তাহারা পরোক্ষে প্রভুর নিন্দ করে, কৰ্ত্তব্যসম্পাদনে মনোযোগী হয় না এবং প্রভুর অনিষ্টসাধনে তৎপর