পাতা:নীতি-সন্দর্ভ.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৰ্ত্তবানুষ্ঠান | VII ہم حیرہ۔ م م ۔ ممبر هے ۔ یہ ~ --م ،۔ SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SS SSAS SSAS SSAS S S AAAA S AAAAS AAAAAS A SAS SSAS SS ی۶۹ه ی۶۹م ه হয়। স্নেহ করিলে তাহারা বিপৎকালে প্রভুর বাধ্য থাকে এবং সর্বদা প্রভুর মঙ্গলকামনা করে ; প্রভুর কোন আপদ বিপদ উপস্থিত হইলে তাহার প্রতিবিধানে যত্নশীল হয়, এমন কি, সময় সময় প্রাণপৰ্যন্ত উৎসর্গ করিয়া প্রভুকে ঘোরসঙ্কটে রক্ষা করে । ৩ । প্রতিবাসী ও মনুষ্যসাধারণের প্রতি কৰ্ত্তব্য— তোমার প্রতিবাসিগণকে স্নেহ করিবে ও সর্ববদ। তাহাদের মঙ্গলসাধনে যত্নশীল হইবে ; কখনও তাহদের প্রতি নিষ্ঠর ব্যবহার করিবে না। যাহার এই নীতির অনুসরণ করেন, রাজলক্ষী অচিরে তাহাদিগকে নিজ অঙ্কে ধারণ করেন । এই নীতির অনুসরণ করিয়া মোগলসম্রাট আকবর “দিল্লীশ্বরে বা জগদীশ্বরো” বা প্রভৃতি অতিসম্মানসূচক অভিধানে অলঙ্কত হইয়াছিলেন ; এই নীতির বলে সুচতুর জাহাঙ্গির এবং সাহজাহান দীর্ঘকাল ব্যাপিয়া মোগলরাজ্য অক্ষুণ্ণ রাখিতে সক্ষম হইয়াছিলেন ; পক্ষান্তরে এই নীতির মস্তকে কুঠারাঘাত করিয়া আরঙ্গ জীব মোগলকুলের সর্বনাশ সাধন করেন । সজ্জনগণের যথোচিত সম্মান করা উচিত এবং বুদ্ধ, অন্ধ, কাণ, পহু, বিকলাঙ্গ, বন্ধুহীন ও প্রব্রজিত ব্যক্তিগণের রক্ষণবেক্ষণ করা কৰ্ত্তব্য। অন্যের উন্নতি দেখিয়া কখনও ঈর্ষাপরতন্ত্র এবং উপকারীর অপকারসাধনে প্রবৃত্ত হইবে না । যিনি তোমার উপকার করিবেন, তুমি প্রাণপণে র্তাহার প্রত্যুপকার করিতে চেষ্টা করিবে। রাণা সঙ্গের বিপৎকাল Voy