পাতা:নীতি-সন্দর্ভ.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8e নীতি সন্দর্ভ । SAeAeeeSeAMAAA S AA AAS সৎগ্রন্থপাঠ ইত্যাদি দ্বারা ক্রমে ੇ মলিনতার আবরণ দূর হইয়া যায়। সাধুসংসর্গ ওসৎগ্রন্থপাঠ ইত্যাদি বিবেকের উদ্দীপক কারণ। এইগুলি দ্বারা বিবেক বিকশিত হয়। যেরূপ একটা আম্ৰবীজকে মৃত্তিকায় রোপণ করিয়া তাহাতে নিয়মমত জলসেচন করিলে, ইহা ক্রমে বৃক্ষে পরিণত হইয়া ফলধারণে সক্ষম হয়, সেইরূপ বিবেকও পরিস্ফুরিত হইলে নায়ান্যায়বিচারে অধিকার লাভ করে। আমবীজ যেরূপ মৃত্তিকা ও জলের সহযোগব্যতীত বৃক্ষে পরিণত হইয়া ফলধারণে সক্ষম হয় না, বিবেকও সেইরূপ সাধুসংসর্গ সংগ্ৰন্থপাঠ ইত্যাদি দ্বারা পবিস্ফুরিত না হইলে প্রবৃত্তিনিচয়ের গুরুত্ব লঘুত্ব অবধারণ করিতে পারে না। পুরাকালে রোমরাজো গ্রেডিটরিয়ল যুদ্ধ নামে একপ্রকার কৌতুকপ্রদ ক্রীড়া হইত। যুদ্ধে পরাজিত বন্দিগণ এই প্রাণঘাতী কৌতুকের ক্রীড়াপুত্তল ছিল। দুইজন বন্দীর হস্তে দুইখানা শাণিত তরবারি দিয়া তাহাদিগকে যুদ্ধে প্রবৃত্ত করা হইত এবং উভয়ের মধ্যে যে প্রতিপক্ষের প্রাণবধ করিয়া যুদ্ধে জয়লাভ করিতে পারিত, তাহাকে বন্ধনদশা হইতে মুক্তি প্রদান করা হইত। কখন কখন বন্দীকে সিংহব্যাঘ্ৰপ্রভূতি মারাত্বকহিংস্ৰজ স্তুর সহিত যুদ্ধ করিবার জন্য আদেশ দেওয়া হইত এবং যুদ্ধে কোনরূপে প্রতিদ্বন্দ্বীর প্রাণবধ করিতে পারিলে তাহার মুক্তিলাভ ঘটিত ; কিন্তু এইরূপ প্রবলশক্রর সহিত প্রতিযোগিতা করিতে গিয়া হতভাগ্যকে প্রায়ই প্রাণ লইয়া ফিরিয়া আসিতে হইত না । প্রতিবৎসর রোমরাজ্যে এইরূপ বীভৎসকাণ্ডের অভিনয় হইত ; --۔