পাতা:নীতি-সন্দর্ভ.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Bર নীতি-সন্দর্ভ । -- SS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS A SAS SSAS SSAS SSAS SSAS SSAS AAA AAASA SAAAAS AA SAASAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA S করিবামাত্র নিজকে শতধিক্কার দিয়া শিবাজি পক্ষিকুলের অনু. সরণে নিরস্ত হইলেন। তিনি মনে মনে কহিলেন,—“আমি কি নিষ্ঠর, সামান্যস্থখের জন্য এতগুলি পক্ষীর প্রাণবধ করিতে উদ্যত হইয়াছি। আমার রুদ্রমূৰ্ত্তি দেখিয়া পক্ষিগণ જાનહઃ পলায়ন করিল, আর সন্ন্যাসীকে দেখিয়া তাহারা যেন প্রাণ পাইল ।” তৎকালে সাধুদর্শনে শিবাজির বিবেক পরিস্ফুরিত হইয়াছিল। তিনি অনুতপ্তহৃদয়ে গৃহে প্রত্যাগমন করিলেন। উক্ত দুই স্থানে সাধুসংসর্গ ও সাধুর সদৃষ্টান্ত বিবেকের উদ্দীপক কারণ ; এই উদ্দীপককারণের সাহায্যে বিবেক পরিস্ফুরিত হইয়াছিল । অন্যের প্রাণ লইয়। ক্রীড়া করাই যাহাদের আমোদ ছিল, তাহারা সন্ন্যাসীর জীবনবিসর্জনে উৎফুল্ল না হইয়া কেনই বা পূর্বকাৰ্য্য স্মরণ করিয়া অনুতপ্তহৃদয়ে স্ব স্ব গৃহে প্রত্যাগমন করিল ? আর শিবাজিই বা কেন অকস্মাৎ পক্ষিহননে নিবৃত্ত এবং অনুতপ্ত হইলেন ? ইহা হইতে স্পষ্টই উপলব্ধি হয়, অতি সামান্য উদ্দীপক কারণের সাহায্যেও আমাদের বিবেক পরিস্ফুরিত হইয়া, আমাদিগের জীবনের গতি স্থির করে। অনেকসময় ন্যায় এবং তন্যায়ের নির্ণয় করিতে পারিয়াও আমরা অন্যায্য কাৰ্য্যেই প্রবৃত্ত হই, ইহার কারণ, মানবহৃদয়ের দুর্বলতা। দুর্বলহৃদয় অসৎপ্রবৃত্তির আশ্রয়স্থল। যাহাদের হৃদয় সামান্যপ্রতিঘাত সহ্য করিতে পারে না, তাহারাই অসৎপ্রবৃত্তির প্রশ্রয় দিয়া থাকে ; কিন্তু যাহারা স্থিরপ্রতিজ্ঞ এবং :