পাতা:নীতি-সন্দর্ভ.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8や নীতি-সন্দর্ভ । SSASAS AAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAAA এস্থলে আমরা অতিসংক্ষেপে কেবলমাত্র দুই একটর কথা বলিব । অভ্যাসগুণে আমাদের শারীরিক পরিণতি হয় এবং তৎসঙ্গে কাৰ্য্য করিবার শক্তিও বিকসিত হয়। একটী কার্য বার বার করার নাম অভ্যাস, যখন আমরা প্রথমতঃ ক, খ, ইত্যাদি বর্ণমালা লিখিতে আরম্ভ করি, তখন কেবল একটী অক্ষর লিখিতে আমাদের এক মিনিট সময়ের আবশ্যক হয় ; কিন্তু পাঁচবার ছয়বার সেই অক্ষরটা লিখিলে,পরে আর তত সময়ের আবশ্যক হয় না। এই অক্ষরটা আমরা যতই লিখিব, আমাদের হস্তেরও তদ্বিষয়ে ততই পরিণতি ঘটিবে। বাস্তবিক তোমার একখানি কাপড় সেলাই করিতে যত সময় আবশ্বক একজন সূচীকৰ্ম্মপটু সেই সময়ে, হয়ত পাঁচখানা কাপড় সেলাই করিতে পারিবে; কারণ তোমার হস্তের পরিণতি হয় নাই, সূচীকের হস্তের পরিণতি হইয়াছে। তোমার পাচ ক্রোশ পথ গমন করিতে যত সময় লাগিবে, অন্য একজন হয়ত সেই সময়ে দশ ক্রোশ পথ গমন করিতে পারিবে ; তোমার পদের পরিণতি হয় নাই; অন্যের পদের পরিণতি হইয়াছে। এই সংসারে উন্নতি লাভ করিতে হইলে, অল্পসময়ে কাৰ্য্য করা আবশ্যক এবং অল্পসময়ে কার্য্য করিতে হইলেই অভ্যাস চাই । অভ্যাসব্যতীত কখনও অল্পসময়ে কোনও কাৰ্য্য সুসম্পন্ন করা যায় না। একটী কাৰ্য্য আরম্ভ করিলে ইহা প্রথমে অতি কষ্টকর বলিয়া বোধ হয় বটে, কিন্তু অবশেষে অভ্যাস-গুণে তাহ অনায়াসসাধ্য হুইয়া উঠে । অভ্যাস