পাতা:নীতি-সন্দর্ভ.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৰ্ম্মঠত। NV সৌভাগ্যসূৰ্য্য অস্তমিত হইত। বস্তুতঃ প্রত্যেক কাজেই উৎসাহ থাকা আবশ্যক। উৎসাহ নিজীবকে সজীব করে, হৃদয় মনুকে নববলে বলীয়ান করে। উৎসাহশীল মানব চিরযৌবন সম্পন্ন ; জরা আসিয়া তাহাকে আক্রমণ করিতে পারে না । কিন্তু উৎসাহহীন মানব যৌবনে জরাভারগ্রস্ত। ইংলণ্ড, আমেরিকা ও জাপানের প্রতি দৃষ্টিপাত কর, দেখিবে তত্তদেশীয় নরনারীর হৃদয়ে উৎসাহবহ্নি তাহদের প্রতিকার্য্যে কিরূপে প্রভাবিস্তার করিতেছে ! আমাদের সে উৎসাহ নাই, তাই আমরা আজ জগতের এক কোণে জড়ভাবে পড়িয়া আছি । ৫ । সাহস । সংসারে উন্নতি লাভ করিতে হইলে উৎসাহ ও অধ্যবসায়ের সঙ্গে সাহস থাকাও প্রয়োজন। যদি কার্য্যের কঠোরতা বা দুঃসাধ্যতা দেখিয়া ভীত হইয়া সঙ্কল্প পরিত্যাগ কর, তাহা হইলে সকল আশাই নিৰ্ম্মল হইয়া পড়িবে। তখন সাহস থাকা আবশ্যক, এই সাহসে ভর করিয়া কৰ্ম্মক্ষেত্রে অবতরণ করিলে নিশ্চয়ই সুফল ফলিবে । কখন কখন সাহস সাক্ষাৎসম্বন্ধে বিষময় ফল উৎপাদন করিতে দেখা যায় সত্য, কিন্তু এইরূপ কুফলের জনয়িত সাহস নহে, অপরিণামদৰ্শিতা বা হঠকারিত। যাহার অগ্রপশ্চাৎ না ভাবিয়া কাৰ্য্যে প্রবৃত্ত হয়, তাহাদিগকে হঠকারী কহে। মনে কর তোমার একজন বন্ধু আছেন ; কোন দুষ্ট লোক এক দিবস তোমাকে বলিল, “তোমার বন্ধু অত্যন্ত আত্মস্তরি ; নিজের বিশেষ কোন স্বার্থ সাধনের অভিপ্রায়ে তোমার সহিত কপটবন্ধুতায় আবদ্ধ হইয়াছেন।” এই