পাতা:নীতি-সন্দর্ভ.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৰ্ম্মঠতা । ©☾ MMMAAA AAAA AAAA AAAA AAAA SAAAAA AAAA AAAASASASS یہ--مھمہ یہ یں۔ .۔ یہ دی۔" স্বায় ইতর লোকের নিন্দ বা প্রশংসায় মহতের কিছুমাত্র লাভ বা ক্ষতি হয় না।” ৭ । নম্রত । কৰ্ম্মকৰ্ত্তার এই গুণটা থাকাও অতীব অবিশ্বক ; সুমধুর বাক্য প্রয়োগ করিয়া লোকের সর্বস্ব গ্রহণ করিলেও সে নম্রতাগুণে বশীভূত হইয়া থাকে। নম্রতার অনেক গুণ আছে। নম্র প্রকৃতির লোক সকলেরই মিত্র, জগৎ তাহার বন্ধু, সুতরাং শক্র হইতে তাহাকে আর ভীত হইতে হয় না। ৮ । আত্মনির্ভর । উৎকৃষ্টতম মনুষ্যজীবন লাভ করিয়া যাহারা ইহাকে কেবল আলস্য ও বিলাসিতায় নষ্ট করিতে ইচ্ছা না করে, আত্মনির্ভরের ভাব সর্বদা তাহদের মনে থাকা কৰ্ত্তব্য। কিন্তু অতীব দুঃখের যে, বিষয় আমাদের দেশে এই ভাবটী তিরোহিতপ্রায় হইয়া গিয়াছে। অধিকাংশ লোকই পরমুখাপেক্ষী ও পরের হস্তের ক্রীড়া-কন্দুক । কেবল পরকীয় বুদ্ধিদ্বারা চালিত হইলে প্রায়ই প্রতারিত হইতে হয় । সংসার স্বার্থের দাস ; যাহাতে নিজের কোন বিশেষ অভীষ্টসিদ্ধি হয়, অনেকেই এইরূপ পরামর্শ প্রদান করিয়া থাকেন। যাহারা প্রকৃত হিতৈষী, অর্থাৎ যাহারা যথার্থই তোমার দুঃখে দুঃখী ও তোমার সুখে সুখী ; সত্যই যাহাঁদের হৃদয় তোমার উন্নতিদর্শনে আনন্দে উৎফুল্ল হয় ও অবনতিদর্শনে বিষাদে পরিপূর্ণ হয়, তাহদের পরামর্শ গ্রহণ করা সঙ্গত। কিন্তু এবম্বিধ প্রকৃত হিতৈষী বাছিয়া লওয়া বড়ই সূক্ষ-জ্ঞানসাপেক্ষ ; মৃতরাং যথাসাধ্য নিজের বিচারশক্তির উপর নির্ভর করিয়াই কার্য্যে হস্তক্ষেপ করা কৰ্ত্তব্য।