পাতা:নীতি-সন্দর্ভ.djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఆశి নীতি-সন্দর্ভ। g SAASA SAASAASSAAAAA AAAA AAAA SAAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA S S S S AAAAA SAAA AAAA SAAA AAASA SAA AAAA S S AAAAAA AAAA S AAAAA SAAAAA AAAA AAAA SAAA SAAJAJ S S AAAA SSAAAASA SAAAAA SAAAAA AAAA AAAA AAAA SAAAAA SAAA AAASS ** دسمبر আত্ম-সংযম। মানুষের মন প্রায় সর্বদাই কোন না কোন চিন্তায় অভিভূত থাকে। কাহারও কাহারও মন অতি সাধু ভাবে পূর্ণ থাকে, আবার কাহারও কাহারও মন কেবল অসাধু চিন্তায় ব্যাপৃত থাকে। কেহ কেহ এত সন্ধিগ্ধচেতাঃ যে, অকারণ অস্থাকে সন্দেহ করিয়া কেবল তৎসম্বন্ধীয় চিন্তাতেই স্বীয় মস্তিষ্ক বিলোড়িত করে ; আবার কেহ কেহ এত জিগীষাপরতন্ত্র ষে সাক্ষাৎ-সম্বন্ধে জিগীষার পরিতৃপ্তিসাধন করিতে অক্ষম হইয়া পরোক্ষে বা মনে মনে গালি গালাজ করিয়া স্বীয় প্রতিশোধ পিপাসার শান্তি-বিধান করে। অনেক সময়ে যখন উহাদের মনের উদ্বেগ খুব প্রবল হইয়া উঠে, তখন মনের ভাবগুলি অজ্ঞাতসারে কথায় প্রকাশ হইয় পড়ে। একটু অনুসন্ধান করিলেই এইরূপ ঘটনা অনেক স্থলে প্রত্যক্ষ্মীভূত হয়। এরূপ প্রকৃতির লোক সময় সময় অন্যমনস্ক ও বাহ্যজ্ঞান-শূন্য হইয়। অভিনব ভাবে মস্তক নাড়িতে ও ক্রোধে দুৰ্ব্বাসা সাজিয়া হস্তপদাদি সঞ্চালন করিতে দেখা যায়। এইরূপে পথেঘাটে নাট্যাভিনয় করিয়া তাহার কেবল উপহাসাম্পদ হয়। যদি তাহাদের আত্মাকে সংযত রাখিবার সামান্যমাত্রও ক্ষমতা থাকে, তবে আর তাহাদিগকে এইরূপ অপমানিত ও লাঞ্ছিত হইতে হয় না। আত্ম-সংযমের অভাবই তাহাদের এই লাঞ্ছনার কারণ। এইরূপে সর্বদা কুচিন্তার প্রশ্রয় দিয়া তাহারা স্ব স্ব মস্তিষ্ক বিকৃত করিয়া তুলে, পরে আর কোন মহৎ বিষয়ে তাহদের মনোনিবেশ झंझ न1 ।।