পাতা:নীতি-সন্দর্ভ.djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নীতি-সনদর্ভ । واسb করিতেছেন এমনসময়, একটা পক্ষিশাবক শাখাভ্রষ্টহইয়া ভূমিতলে পতিত হইল। রাজপত্নীদ্বয় শাবকটর নিকটে গিয়৷ দেখিলেন যে, তাহার একখানি পা ভাঙ্গিয়া গিয়াছে। তাহারা শুশ্রষার জন্য শাবকটকে গৃহে লইয়া চলিলেন কিন্তু পশ্চাদিকে ফিরিয়া দেখিলেন, শাবকজননী স্বীয় শাবকের মায় ছিন্ন করিতে অক্ষম হইয়া তাহদের অনুসরণ করিতেছে । ইহা দেখিয়া তাহাদের কোমল হৃদয় গলিয়া গেল ; তাহার। আর গৃহাভিমুখে অগ্রসর হইলেন না ; সেই বৃক্ষতলে একটী লতামণ্ডপ প্রস্তুত করিয়া ইহাতে শাবকটকে রাখিলেন এবং যথাবিধানে তাহার শুশ্রীমা করিতে আরম্ভ করিলেন । শুশ্রষার বলে শীলকটী অল্পদিনেই আরোগ্য লাভ করিল। শূদ্র তপস্বী পশুপত এক দিবস গঙ্গামানে গিয়া দেখেন যে, দুইটী পক্ষিশাবক জলে ভাসিয়া যাইতেছে । তিনি সেই দুইটী শাবককে জল হইতে উঠাইয়া ইহাদের লালনপালন করেন এবং নিজগৃহে তাহদের বাসা নিৰ্ম্মাণ করিয়া দেন । রাজা উশনর শ্যেনকে কপোতের বিনিময়ে নিজদেহ অর্পণ করিয়াছিলেন । গন্ধৰ্ব্বপত্নীদ্বয়ে, রাজা উৰ্শনরে এবং শূদ্রতপস্বী পশুপতে দয়াগুণের পূর্ণবিকাশ হইয়াছিল। ভাঙ্গদের দয়া কেবল মনুষ্যজাতির মধ্যে আবদ্ধ ছিল না ; প্রাণিমাত্রের উপর বিস্তৃতি লাভ করিয়াছিল। ভালবাসার ক্ষেত্র যত প্রশস্ত হইবে, আত্মত্যাগের ক্ষেত্রও ততই বিস্তৃত হইবে । যতদিন ভালবাসা পরিবারের মধ্যে আবদ্ধ থাকে, তত কাল আত্মত্যাগের ক্ষেত্রও পরিবারমধ্যেই আবদ্ধ থাকে ; কিন্তু যখন ইহার পরিসর