বিষয়বস্তুতে চলুন

পাতা:নৈবেদ্য-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

জীবনে আমার যত আনন্দ
পেয়েছি দিবসরাত
সবার মাঝারে তোমায় আজিকে
স্মরিব, জীবননাথ।

যে দিন তোমার জগৎ নিরখি
হরষে পরান উঠছে পুলকি
সে দিন আমার নয়নে হয়েছে
তােমারি নয়নপাত।
সব আনন্দ-মাঝারে তোমারে
স্মরিব, জীবননাথ।

বার বার তুমি আপনার হাতে
স্বাদে গন্ধে ও গানে
বাহির হইত পরশ করেছ
অন্তর-মাঝখানে।

পিতা মাতা ভ্রাতা প্রিয়পরিবার,
মিত্র আমার, পুত্র আমার,
সকলের সাথে হৃদয়ে প্রবেশি
তুমি আছ মাের সাথ।
সব আনন্দ-মাঝারে তোমারে
স্মরিব, জীবননাথ।

১৭