পাতা:পঞ্জাবেতিহাস.djvu/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৃত্তখণ্ড | זף"כ ঐ রাজার সহিত পাটনায় আসিয়া তথায় বিদ্যালয় স্থাপন করত স্বজাতিকে বিদ্যাশিক্ষা কুরাইয়াছিলেন, পরে প্রচ্ছন্ন ভাবে স্বদেশ মধ্যে আগত হইয় বাস করিলেন তথাপি দুরায়। রামরায় নিবৃত্ত না হইয়া তদ্বিরুদ্ধে বারস্বার বাদশাহের নিকট নানা প্রকার ক্ৰোধোৎপাদক প্লানি বাক্য কহাতে পরি শেষে বাদশাহ অবিচার পূর্বক তেগ বাহাদুরকে অনাইয়। সভামধ্যে র্তাহার শিরশেছদ করাইলেন, কেহ২ কহে তিনি সাংসারিক ক্লেশাসহিষ্ণু হইয়া চাতুর্ঘ্য দ্বার স্বকীয় শির শ্চেদ করাইয়াছিলেন, হিজিরি ১১-৪ ও ইংরাজী ১৬৮সালে আলমগীর বাদশাছের ৩৫ বর্ষীয় রাজ্য সময়ে এই ভয়ঙ্কর ঘটনা হয় । গুৰু ধৰ্ম্মাধিকার প্রাপ্ত হইয়া ত্রয়ে দশ বর্ষ সপ্তম মাস এক বিংশতি দিবস সজীব ছিলেন। ১• গুরু গোবিন্দ সিংহ। গোবিন্দসিংহ পাটনা নগরে জন্ম পরিগ্রহণ ও পঞ্জীবদেশে বিদ্যাধ্যয়ন করিয়াছিলেন তিনি চতুর্দশ বর্ষ সময়ে পিতৃমরণে কাতর হইয়। কিয়ৎ সস্থ্যক পিতৃশিষ্য গণকে ‘ ও তাহার মাতা গুজারীকে লইয়া মদ্রদেশে পুনরাগত হন, এবং বান্ধব গণের সাহায্যে পৈতৃক স্থান মকৰল আনন্দপুরে- বাল করিয়া কেশগড় তীর্থ দুর্গ মন্দিরে সনিয়ম শুদ্ধাচারে শ্মশ্র ধারী চুইয়া তপস্যারম্ভ করেন, এবং বারাণসী হইতে দুই