পাতা:পঞ্জাবেতিহাস.djvu/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>N○&) পঞ্জাব রাজ্যের ইতিহাস । অপ্রাপ্ত বয়ঃক্রম সময়ে তাহার टैaङ्कबिडद ও রাজ্য দেওয়ান লোকপৎ সিংহের দ্বারা রক্ষিত হয়, তিনি ষোড়শ বর্ষ সময়ে আপন শ্বশ্ৰু চতুরা রণপরায়ণী সুধাকুমারীর কুমন্ত্রণাদিষ্ট छझेश उ कु দেওয়ানকে পদচ্যুত করত স্তোভ লোভ ধনদানে সেনানী ও সেন। নিচয়কে বশীভুত করিয়া স্বজননীকে কারা বদ্ধ করেন, তিনি সেইস্থানে বিষপানে প্রাণ ত্যাগ করিয়াছি লেন, কথিত আছে সুধাকুমারীর কুমন্ত্রণা এই অনর্থের मूल সূত্র প্রায় একদা মাতৃভক্তি ও বৎসবাৎসল্যানুরক্তি পুত্র ও জননীর হূদয় হইতে উচ্ছেদ করিয়া ছিল, উক্ত সিংহের উদ্ব হের পর প্রতি নিয়ত শ্বশ্ৰীমন্দিরে স্নেগনুবন্ধ কাল যাপন করাতে তাহার মাতৃপক্ষীয়ের কহিতেন যে তিনি সুধাকুমারীর সূধাময় অবৈধ স্নেহে বদ্ধ হইয়। আপন মাতাকে হতাদর করিতেছেন, পক্ষাস্তরে সূৰ্যকুমারী কহিত্নে যে জামাতার মাতা দেওয়ান লোকপৎ, সিংহের ‘স্বহিত অনুচিত প্রণয়ে মুগ্ধ হইয় পুত্র বাৎসল্য ত্যাগ করিয়াছেন এতদ্বিষয়ের সত্যাসত্যত জগজ্জাগন্ধক জগদীশ্বর জানেন ফলতঃ উক্ত উভয় রাণী যৌবনাবস্থায় বুৈধব্যগ্রস্ত হইয়া সম্পদূমদণৰ্ব্বিতা স্বাধী ন ও স্বেচ্ছাচারিণী ছিলেন, ইহাতে প্রাগুক্ত কুকার্য ঘটনা অত্যাশ্চৰ্য্য নহে । t ইং ১৭৯৫ ও ৯৭ সালের মধ্যে পঞ্জাব রাজ্য বারদ্বয় ৰণৰ লের রাজা শাহ জমনের দ্বারা আক্রান্ত ও উপদ্রুত হয়,