পাতা:পঞ্জাবেতিহাস.djvu/১৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*B8 পঞ্জাব রাজ্যের ইতিহাস। যথোচিত দণ্ডবিধান ও বৃটিশ সৈন্যের পুরস্কার করিলেন এবং বৃটিল সৈন্যের সাহস শুরুত্ব ও শিক্ষানৈপুণ্য দর্শনে বিস্ময়াপন্ন হইয়া তদিনাৰি আত্ম সৈন্যকে বৃটিল সেনার ন্যায় যুদ্ধ শিক্ষা করাইবার জন্য র্তাহার হূদয়ে গৃঢ় সংকল্পের উদয় হয়। ইং ১৮০৯ সালের ২৫ এপ্রেল বাসরে অমৃতসর নগরে উক্ত সাহেবের দ্বারা বৃটিস গবর্ণমেণ্টের সহিত মিত্রত সন্ধি নিৰ্ব্বন্ধ পূৰ্ব্বক পরস্পর সন্ধিপত্রে স্বাক্ষর করিয়া প্রণয়ানুবন্ধি দৃঢ়ীকৃত করত লুধিয়ান নগরে বৃটিশ সৈন্য স্থাপনের ও শতজ নদীর পরপার হইতে স্বসৈন্য উঠিয়া আসিতে আজ্ঞাদেন তদিনাৰধি শতদ্রুর পরপারস্থ যাৰদীয় রাজ্য বৃটিস গবর্ণ মেণ্ট দ্বারা সুরক্ষিত হয়, তদনন্তর মেং মেটকাফ সাহেব মর্যাদিক বিবিধ পুরস্কারে শীক রাজের দ্বারা পুরস্কৃত হইয়। দিল্লী আইলে মেং সর ডেবিন্ড অচটর লোনি সাহেব লধিয়ান। নগরে সৈন্য সহিত দেশরক্ষার্থ শিবিয়.স্থাপন করিলেন এবং উক্ত নগরের সম্মুখবৰ্ত্তি শতদ্র নদীর দক্ষিণ তীরে ফলেীর নামক দুর্গ নিৰ্মাণ করাইয় তাহার অধ্যক্ষতা পদে দেওয়ান মক্ষম চাদকে নিয়োজিত করিয়৷ মহারাজ লাহোরে প্রত্য গত হইলেন । * * ইং ১৮০৯ সালে মহারাজ রণজিৎ সিংহ চন্দ্রভাগ নদী পার হইয়া সাহেব সিংহ ভাঙ্গিকে রাজ্য ভ্রষ্ট করিয়া পঞ্জী বের অন্তর্গত গুজরাট দেশ অধিকার পূর্বক রাজ। শঙ্কর