পাতা:পঞ্জাবেতিহাস.djvu/১৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্জাব রাজ্যের ইতিহাস। אeל. ধ্যক্ষের পলাইয়া যান, তদবধি পেশোয়ার রাজ্য মহারাজের নিশ্চয়াধিকার হইয়াছে, , ইং ১৮২৩ সালে অমৃতসর নগরে অপুত্রক রামানন্দ নামক বণীকের মরণে অস্বমিক আটলক্ষ भूजा अशक्षाप्चङ्ग गाउ হয় তদ্ধনে লাহোরের প্রাচীর নিৰ্ম্মাণ সমাধা করিলেন ঐ প্রাচীর দৈর্ঘ্যে ৭৫ ফিট ও প্রস্থে ২১ ফিট । ং১৮২৪সালে রাজা শঙ্করচন্দ্রের মৃত্যু ও সিপ্রিওয়াল গোবি ,দর্চাদের কন্যার সহিত মন্ত্রি ধ্যানু সিংহের পরিণয় ও দেওয়ান মভিরামের সহিত মহারাজেম বিচ্ছেদ ঘটনা হয়, ঐ বৎসর মহা রাজ আটক নগর হইতে পেশোয়ার যাত্ৰাকালৈ নাগারোহণে যে স্থানে সিন্ধ নদী পারোত্তীর্ণ হইলেন সেই স্থানে তৎপশ্চাৎ অনেকানেক অধ্যক্ষের হস্তি সহিত পার হইতে নদী নীরে निभधे झन । ইং ১৮২৫ । ২৬ সালে মহারাজ ইসফজী, বানু, টঙ্ক, লক্ষী ও হাজার দেশ অধিকৃত ও বৃশাসিত করিয়াছিলেন• ঐ বৎসর বৃটিশ সৈন্য দ্বারা ভরতপুরের দুর্গবেষ্ঠিত হইলে রাজা पूर्खन সাল প্রত্যহ লক্ষ মুদ্র সৈন্য ব্যায় প্রদানে অঙ্গীকার করিয়া মহারাজার সহায়ত্ব যাচুঞ্চ করিবায় সের সিংহ ব্যতি রেকে যাবদীয় আমাত্ম্য ও সচিৰবগ এবং কুমার খড়গ সিংহ প্রভৃত্বি আনুকুল্য করণার্থ পরামর্শ দিয়াছিলেন তথাপি মহা রাজ অঙ্গীকৃত সন্ধিপত্রের বিপরীতাচরণে প্রবৃত্ত হন নাই।