পাতা:পঞ্জাবেতিহাস.djvu/১৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৃত্তখণ্ড । - >☾Ꮔ মন্ত্রী প্রতিদ্বেষে পূর্ণহইয়। তৎ প্রতিকারের কাল প্রতীক্ষায় থাকিলেন । কিয়দিবসানন্তর মন্ত্রী চতুরতা দ্বারা অবচ্ছেদাবচ্ছেদে পঞ্জাবের তাবদেশে আত্মীয় লোকদ্বারা রাষ্ট্র করিলেন যে রাজা খড়্গ সিংহ ও সেসিংহ বৃটিস গবর্ণমেণ্টের হস্তে রাজ্যাপণ করত খালশ সৈন্যদল ভঙ্গ করিয়া দিবেন এবং আপনার রাজকরের দশাংশ লইয়া দিনযাপন করিবেন এত দৰ্থে গবরনর সাহেবের নিকট আহবান পত্র পাঠাইয়াছেন, শীকজাতিরা স্বত ইংরাজের দ্বেষী এবং সৈন্যগণ পূৰ্ব্বাপর বল বিক্রমে বৃটুিস সৈন্যের প্রতিযোগী সুতরাং অকস্মাৎ উক্তসংবাদে তাবল্লোক রাজার প্রতি ক্রোধাকুল হইল, রাজা খড়গ সিংহের পুত্র নৌনেহাল সিংহ পিতার সিংহাসনাভি ষেক কালে পেশোয়ারে ছিলেন জনকের রাজ্যলাভে তিনি সুখীনাহইয়। বরং অবৈধ হিংসারে হুদয়ে স্থানদান করিলেন যেহেতু একসময়ে বারাণসীস্থ একজন জ্যোতিজ্ঞ রাজা রণ জিৎ সিংহ সমীপে নৌনেহাল সিংহের জন্মপত্রী দৃষ্টিপূৰ্ব্বক কহিয়াছিল যে উক্ত সিংহ রাজ্যপ্রাপ্ত হইয়। মুচ্ছাভিমর্ষণ পূৰ্ব্বক বারাণসী পর্যন্ত ভারতবর্ষের স্বাধীনাধীশ্বর হইবেন তদৰধি তিনি আশালুদ্ধ হইয়া পিতামহের মরণান্তে সিংহ সন-গ্রহণে যত্নবান ছিলেন, সুতরাং অনপেক্ষিত ৰূপে আশ। ভঙ্গ হইলে অবশ্য দ্বয়ে পরিতাপের উদয় হয় । অনন্তর