পাতা:পঞ্জাবেতিহাস.djvu/১৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>b*8 পঞ্জাব রাজ্যের হতিহাস । জ্ঞানে স্বয়ং হস্তক্ষেপ করেন নাই সুতরাং অভিলষিত লাভের অযাচিত ঘটনা উপস্থিত হওয়াতে পরমানন্দিত হইয়া খালস সৈন্যের অশুভধ্যানে অহরহ কাল যাপন করিতে থাকিলেন, অনন্তর’ শীক সৈন্যের প্রচরন্দ্রপে যুদ্ধোপযোগি দ্রব্যাদি সংগ্ৰহ করিতে লাগিল । • ইতিপূৰ্ব্বে ভারতবর্যের গবরনর জেনরল শ্ৰীযুত লার্ড হার্ডিঞ্জ বাহাদুর উত্তর পশ্চিম প্রদেশীয় রাজ্য সীমার পোলিটিকেল এজেন্ট অর্থাৎ রাজকীয় কার্য তত্ত্বাবধারক ঐযুত মেজর ব্রডফুড সাহেবের পত্রদ্বাৰু লাহোর রাজ্যের বুজি কীয় কায্যের বিশৃঙ্খলতা ও অবাধ্যশীক সেনারদিগের দোজ্জন্য বাৰ্ত্ত শ্রবণে সন্দিগ্ধ চিত্তে ইং ১৮৪৫ সালের ২২ সেপটেম্বর কলিকাতা রাজ ধানী হইতে উত্তর পশ্চিম প্রদেশে যাত্রা করিলেন, এবং আগ রায় উপস্থিত হইয়া লাহোরীয় ব্যাপারের সন্ধানার্থ মেজর ব্রাডফুড সাহেবের সহিত মেজর লিচ সহৈব, কাপ্তেন মিলস সাহেব, মৃেং নিকলসন সাহেব, মেং কনিংহেম ও মেং এবট প্রভৃতিকে নিযুক্ত করিয়া নানাস্থানে ভ্রমণ করত সৰ্ব্বদ শাক সৈন্যের সংবাদ উক্ত শাহেবদিগের পত্র ও দিল্লীগেজেট লম্বাদ পত্র দ্বারা জ্ঞাত হইতে লাগিলুেন, তথাপি বিপক্ষ সৈন্যের প্রতিরোধার্থ শতদ্ৰুনদী তীরে সৈন্য দ্বারা কোন উপযুক্ত উপায় করিতে পারেন' নাই তৎকারণ এই যে মৃত রাজা রণজিৎ সিংহের সহিত কৃত্ব সন্ধি অতিক্রম করিয়া পঞ্জাবাত্র