পাতা:পঞ্জাবেতিহাস.djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজ্যখণ্ড । গুরুমাতু নামে এক সভায় বর্ষে ধৰ্ম্ম ও রাজকীয় কর্মের আলোচনা হয়, পূৰ্ব্বে ঐ নগর চক নামে এক ক্ষুদ্র পল্লী ছিল পরে গুরু রামদাস ঐ স্থানে অমৃতসর অর্থাৎ এক পুষ্করিণী খনন করাইয়ু৷ ধৰ্ম্মালয় স্থাপন করাতে ঐ নগর বদ্ধিষ্ণুহইয়। রামদাসপুর নামে কতককাল বিখ্যাত ছিল। কালক্রমে ঐ নগর বাণিজ্য দ্বারা বৰ্দ্ধিত হইয়া পঞ্জাবের মধ্যে অদ্বিতীয় এবং অমৃতসর নামে প্রসিদ্ধ হইয়াছে, ঐ নগরে কাশ্মীর জাত কুকুম ও সালের ব্যবসায় দ্বারা বহুলোক উন্নত ও আচ্য হইয়। তথায় বাস করিতেছে । - মহারাজ রণজিৎ সিংহ সপ্তদশ ক্রোশান্তর হইতে রাবী নদীর এক খাল খনন করিয়া নগর পয্যন্ত অনিয়াছেন তদ্বারা নৌকার গমনাগমন হওয়াতে বাণিজ্য কাৰ্য্যের অত্যন্ত হিতোৎপত্তি হইয়াছে ঐ নগরে রাজা রণজিৎ গড় নামে এক দুর্গ নিৰ্মাণ করিয়াছেন ঐ দুর্গ রাজকোষও মুদ্রাযন্ত্র আছে তথায় নানকের নামাঙ্কিত হইয়া স্বর্ণ রৌপ্য মুদ্রা প্রস্তুত হয়, গুরু রামদাসের খনিত অমৃত সরোবরের মধ্যে গুরুগোবি ন্দের নিৰ্ম্মিত এক ধৰ্ম্ম মন্দির আছে, তুষ্মধ্যে ঐ গুরুর কৃত পুস্তকের প্রত্যহ পাঠ ও প্রত্যাবৃত্তি श्रेख्न থাকে, তথায় প্রায় এক সহস্র আকালিক, নামক সীকের পৃষ্ঠান ও মুন্দির রক্ষার্থ নিযোজিত আছে। অফিগানের রাজা মইন্মৰ আবে দালি বারদ্বয় নগরের সহিত মন্দির ভঙ্গ করিয়া, গোরক্তের ।