পাতা:পঞ্জাবেতিহাস.djvu/২২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২১৪ পঞ্জাব রাজ্যের ইতিহাস । বদিওয়ালা ও আলিওয়ার্লা স্থানীয় যুদ্ধবিবরণ । 一呜t>}尝1●*一 ফিরোক্কলার যুদ্ধেশীক সরদারগণ বৃটিশ সৈন্য দ্বারা পরা ভূত ও তাড়িত হইয়া শতদ্রু পরপর গমন করিলে সেনাপতি তেজ সিংহ যুদ্ধোপযোগ্নি দ্রব্য সহিত সৈন্য প্রেরণার্থ লাহোর দরবারে পত্র লিখিলেন এবং তদুর দৃঢ়তর রূপে বিজ্ঞাপন করিলেন যে রাজা গোলাব সিংহের আগমন ও সহায়তা ব্যতিরেকে বৃটিশ সৈন্যকে জয় করণের কোন প্রত্যাশা নাই, কিন্তু উক্ত রাজা চাতুরী দ্বার আগমনের গতিক্রিয়া করিতে লাগিলেন পরে ফিরোজসার যুদ্ধে শীক সেনার পরাজয় সংবাদ প্রাপ্তে কৃষ্ট হইয়া শীক দরবারের প্রত্যয়ার্থ ২ সহস্র উষ্ট্র ও বলদ দ্বারা বাৰুদ গোলাদি যুদ্ধের ও-ভঙুলাদি অদীনয় দ্রব্য পাঠাইয়াদেন, রাজ! লাল সিংহ দেওয়ান অযোধ্যাপ্রসাদ প্রভূতিকে সঙ্গে লইয়া ২৪ ডিসেম্বরে লাহোরে উপস্থিত হইয়া রাজমাতার ‘নিকট খালস সৈন্যের নিপাতন ৰূপ আন্তরিক শুভ সম্বাদ বিজ্ঞাপন করিলেন, ঐ দিবস রাজা গোলাব সিংহের প্রেরিত দ্রব্যাদি লাহোরে.আগত হয় । তাহাতে শীক সৈন্যের সাহসী হইয় পুনৰ্ব্বার হারুকী পত্তনের নিমে শতদ্রু নদীর উপর নৌকা দ্বারা দৃঢ়তর সংক্রম নিৰ্মাণারম্ভ করিলেক ।