পাতা:পঞ্জাবেতিহাস.djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

g ゲ পঞ্জাব রাজ্যের ইতিহাস। 4 দ্বারা অপবিত্র করিয়াছিল পুনৰ্ব্বার সীক জাতির ঐ স্থান ঘবন রক্তে ধৌত করত শুদ্ধ করিয়া লইয়াছে, ঐ নগর অতুচ্চ অট্টালিকায় শোভিত কিন্তু নগরীয় বক্স অতি সংকীর্ণ ঐ নগরে নানা স্থানীয় বাণিজ্য দ্রব্য ক্রয় বিক্রয় श्श । জলন্দর দোয়াব । শতদ্রু ও ব্যাস নদীর অন্তবত্তি দেশের নাম জলন্দর, লাহোর রাজ্যের মধ্যে ঐ দেশের ভূমি অতি উৰ্ব্বর, হিন্দু স্থানের মধ্যে প্রায় অনেক স্থানেই জলকষ্ট আছে কিন্তু এই রাজ্যের সকল স্থানেই জলের অভাব নাই, এবং मूहे उिन इख जूमि খনীত r হইলেই নীরোৎপত্তি হয়, এই রাজ্য মলয় সিংহ নামে বিখ্যাত, ইং ১৮৭৮ সালে তদ্রাজ্য মধ্যে তারা সিংহ নামক এক রাজা পরাক্রান্তু ছিলেন কিন্তু ১৮১২ সালের মধ্যে তাহার পরাক্রম লুপ্ত হইয়া যায়, তৎপরে জলন্দর নগরে বুধ সিংহ, আলুওয়াল নগরের ফতে সিংহ এবং রাম . গড়ের যোধ সিংহ একদা এই তিন রাজা পরাক্রম শালী হন কিন্তু তাহারদিগের রাজ্য দীর্ঘকাল স্থায়ি হয় নাই তাহারদিগকে পরস্পর যুদ্ধে বিবদমান দেখিয় রাজা রণজিৎ সিংহ ঐ দেশ আধিকার করিয়া লন ঐ দেশের প্রধান নগর জলন্দর ১৮৯৮ সালে উক্তরাজ্যদিগের পরস্পর যুদ্ধের গোলা বর্ষণে বিনষ্ট হইয়া • গিয়াছে তৎপরে রণজিৎ